জি নিউজ | |
---|---|
উদ্বোধন | ৬ জুলাই ১৯৯৯ |
মালিকানা | জি মিডিয়া |
চিত্রের বিন্যাস | 1080i এইচডিটিভি (এসডিটিভি ফিডের জন্য 4:3 576i পর্যন্ত ডাউনস্কেল) |
অংশীদারের ভাগ | ১৪৫,১৫৫ (আগস্ট ২০১৯, BARC India) |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
প্রচারের স্থান | আন্তর্জাতিক |
প্রধান কার্যালয় | নয়ডা, ভারত |
ওয়েবসাইট | zeenews |
স্ট্রিমিং মিডিয়া | |
সরাসরি সম্প্রচার (আন্তর্জাতিক) | live Web stream at Zee News |
জি নিউজ হল ভারতীয় টেলিভিশন চ্যানেল। এটি ১৯৯৯ সালের ৬ই জুলাই চালু হয়। এটি জি মিডিয়ার আওতাধীন ও এসেল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান।
এটি স্ট্রিং অপারেশনের প্রতিবেদনে প্রকাশ হয়েছিল এই চ্যানেলটি জিন্দল গ্রুপের নিকট থেকে ₹১০০ কোটি নিতে চেয়েছিল।[১] এই ঘটনায় দুজন অভিজ্ঞ সাংবাদিক সুধীর চৌধুরী ও সমীর আহলুওয়ালিয়া[২] গ্রেফতার হন।[৩][৪] নবীন জিন্দাল জি নিউজ-কে তার কাছ থেকে কয়লা কেলেঙ্কারির খবর না প্রকাশ করার শর্তে ১০০ কোটি রুপী হাতিয়ে নেওয়ার অভিযোগ করে। জি নিউজ এই অভিযোগ অমূলক বলে দাবী করে এবং জিন্দালকে তাদের জিন্দাল স্টিলের কয়লা কেলেঙ্কারি তদন্ত বন্ধের জন্য ২৫ কোটি রুপীর প্রস্তাব দেওয়ার জন্য পাল্টা অভিযুক্ত করে।[৫]
জি নিউজ লাইন অব কনট্রোলে ভারতীয় সেনাদের অবরোধ নিয়ে সম্প্রচারের জন্য লস্কর-ই-তাইবার জঙ্গী হাফিজ মুহাম্মদ সাঈদের নিকট থেকে উন্মুক্ত হুমকি পায়।[৬][৭]