স্যার জিওফ্রে রবার্ট ক্লিফটন-ব্রাউনFRICS (জন্ম ২৩ মার্চ ১৯৫৩) [১] একজন ব্রিটিশ রাজনীতিবিদ। কনজারভেটিভ পার্টির একজন সদস্য, তিনি ১৯৯২ সালের সাধারণ নির্বাচনের পর থেকে দ্য কটসওল্ডসের এবং পূর্বে সিরেন্সস্টার এবং টেক্সবারির সংসদ সদস্য (এমপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।[২][৩]
১৯৭৯ সালে, ক্লিফটন-ব্রাউন আরএএফউইং কমান্ডার ডেনিস নোয়েল পেটো-শেফার্ডের কন্যা আলেকজান্দ্রাকে বিয়ে করেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।[১] ২০০৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।[৪] তিনি এখন কিম ক্লিফটন-ব্রাউনকে বিয়ে করেছেন।[৫] তিনি লন্ডন শহরের একজন ফ্রিম্যান।[৬]