জিন হারশল্ট | |
---|---|
Jean Hersholt | |
![]() | |
জন্ম | জঁ পিয়ের কাল বিউরন ১২ জুলাই ১৮৮৬ |
মৃত্যু | ২ জুন ১৯৫৬ | (বয়স ৬৯)
মৃত্যুর কারণ | ক্যান্সার |
সমাধি | ফরেস্ট লন মেমোরিয়াল পার্ক, গ্লেনডেল, ক্যালিফোর্নিয়া |
জাতীয়তা | ডেনীয় |
অন্যান্য নাম | জঁ পিয়ের হেয়ার্সহাল্ট জঁ বিউরন হেয়ার্সহাল্ট |
পেশা | অভিনেতা, পরিচালক |
কর্মজীবন | ১৯০৬-১৯৫৫ |
দাম্পত্য সঙ্গী | ভিয়া হারশল্ট (বি. ১৯১৪; মৃ. ১৯৫৬) |
সন্তান | ২ |
পিতা-মাতা | হেনরি হেয়ার্সহাল্ট (পিতা) ক্লেয়ার হেয়ার্সহাল্ট (মাতা) |
পুরস্কার | একাডেমি সম্মানসূচক পুরস্কার সেসিল বি. ডামিল পুরস্কার |
জিন হারশল্ট[ক] (ইংরেজি: Jean Hersholt নামে পরিচিত জঁ পিয়ের কাল বিউরন[২] (ডেনীয়: Jean Pierre Carl Büron; ১২ জুলাই ১৮৮৬ - ২ জুন ১৯৫৬) ছিলেন একজন ডেনীয়-মার্কিন অভিনেতা। তিনি ডক্টর ক্রিশ্চিয়ান (১৯৩৭-১৯৫৪) বেতার ধারাবাহিক এবং হেইডি (১৯৩৭) চলচ্চিত্রে শ্রেষ্ঠাংশে অভিনয়ের জন্য প্রসিদ্ধ। তিনি ৭৫টি নির্বাক চলচ্চিত্র এবং ৬৫টি সবাক চলচ্চিত্র মিলে মোট ১৪০টি চলচ্চিত্রে কাজ করেছেন এবং তন্মধ্যে চারটি চলচ্চিত্র পরিচালনাও করেছেন।
হারশল্ট ১৯৪৫ থেকে ১৯৪৯ সাল পর্যন্ত একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের সভাপতি ছিলেন। তিনি ১৯৩৯ সালে মোশন পিকচার রিলিফ ফান্ডের প্রতিনিধি হিসেবে একাডেমি সম্মানসূচক পুরস্কার লাভ করেন ও ১৯৪৯ সালে অপর একবার এই পুরস্কার লাভ করেন এবং ১৯৫৫ সালে তাকে আজীবন অবদানের স্বীকৃতি হিসেবে গোল্ডেন গ্লোব সেসিল বি. ডামিল পুরস্কার প্রদান করা হয়। ১৯৫৭ সাল থেকে একাডেমি পুরস্কারের অংশ হিসেবে তার সম্মানার্থে জিন হারশল্ট মানবহিতৌষী পুরস্কার প্রদান করা হচ্ছে।[৩]