জিন্দেগী | |
---|---|
উদ্বোধন | 2014[১] |
মালিকানা | জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস (ZEEL)[২] |
চিত্রের বিন্যাস | 576i (4:3) (এসডিটিভি) |
স্লোগান | জোড়ে দিলো কো[১][৩][৪] |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি-উর্দু |
ভ্রাতৃপ্রতিম চ্যানেল(সমূহ) | জি টিভি |
ওয়েবসাইট | Official website |
প্রাপ্তিস্থান | |
কৃত্রিম উপগ্রহ | |
এয়ারটেল ডিজিটাল টিভি (ভারত) | Channel 113 (SD) |
ডিশ টিভি (ভারত) | Channel 107 (এসডি) |
রিলায়েন্স ডিজিটাল টিভি (ভারত) | Channel 213 (এসডি) |
টাটা স্কাই (ভারত) | Channel 115 (SD) |
ভিডিওকন ডিটুএইচ (ভারত) | Channel 116 (এসডি) |
ক্যাবল | |
এএমবিসি ডিজিটাল (কলকাতা) | Channel 212 (এসডি) |
হ্যাদওয়ে ডিজিটাল (কলকাতা) | Channel 8 (এসডি) |
মন্থন ডিজিটাল (কলকাতা) | Channel 410 (এসডি) [৫] |
সিটি ক্যাবল (কলকাতা) | Channel 117 (এসডি) |
জিন্দেগী হল জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজের মালিকানাধীন একটি ভারতীয় বিনোদনমূলক টেলিভিশন চ্যানেল, যেটি ২৩ জুন ২০১৪ হতে প্রচার কার্যক্রম শুরু করে।[৩][৪][৬] বর্তমানে চ্যানেলটিতে শুধু পাকিস্তানি ধারাবাহিক প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি খুব শিগ্রই এতে ইরান, বাংলাদেশ, ল্যাটিন আমেরিকা, শ্রীলঙ্কা, মিশর ও তুরস্ক থেকে আমদানীকৃত ধারাবাহিক প্রদর্শন শুরু হবে।