ডার্ক ক্যাটস্আই (বৈজ্ঞানিক নাম: Zipaetis scylax(Hewitson)) এক প্রজাতির মাঝারি আকারের প্রজাপতি। এরা নিমফ্যালিডি পরিবার এবং স্যাটাইরিনি উপগোত্র এবং জাইপেটিস বর্গের অন্তর্ভুক্ত প্রজাতি।[১]
ডার্ক ক্যাটস্আই এর প্রসারিত অবস্থায় ডানার আকার ৫৫-৬২ মিলিমিটার দৈর্ঘ্যের হয়।[২]
ভারতে প্রাপ্ত ডার্ক ক্যাটস্আই এর উপপ্রজাতি হল-[৩][৪]
- Zipaetis scylax scylax Hewitson, [1863] – Patkai Dark Catseye
এই প্রজাতি ভারত এর সিকিম[৫] থেকে অরুণাচল প্রদেশ[৬] এবং মায়ানমার এর বিভিন্ন অঞ্চলে দেখা যায়।[২]
- ↑ "Zipaetis Hewitson, 1863" at Markku Savela's Lepidoptera and Some Other Life Forms
- ↑ ক খ Isaac, Kehimkar (২০১৬)। BHNS Field Guides Butterflies of India। Mumbai: Bombay Natural History Society। পৃষ্ঠা 386। আইএসবিএন 9789384678012।
- ↑ "Zipaetis scylax Hewitson, [1863] - Dark Catseye"। Butterflies of India। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২৩।
- ↑ Irungbam, J. S., Meitei, L. R., Huidrom, H., Soibam, B. S., Ngangom, A., Ngangom, B., ... & Fric, Z. F. (2020). An inventory of the butterflies of Manipur, India (Insecta: Lepidoptera). Zootaxa, 4882(1), 001-091.
- ↑ R.K., Varshney; Smetacek, Peter (২০১৫)। A Synoptic Catalogue of the Butterflies of India। New Delhi: Butterfly Research Centre, Bhimtal & Indinov Publishing, New Delhi। পৃষ্ঠা 176। আইএসবিএন 978-81-929826-4-9। ডিওআই:10.13140/RG.2.1.3966.2164।
- ↑ Limbu, R., & Achint, R. (2024). Diversity of butterfly in and around Vijaynagar of district Changlang, Arunachal Pradesh, India. International Journal of Tropical Insect Science, 1-29.