জিম ওয়ালটন | |
---|---|
![]() জিম ওয়ালটন ২০১১ সালের ওয়ালমার্ট শেয়ারহোল্ডার সভায় যোগদান করেন | |
জন্ম | [১] নিউপোর্ট, আর্কানসাস | ৭ জুন ১৯৪৮
নাগরিকত্ব | মার্কিন যুক্তরাষ্ট্র |
শিক্ষা | ১৯৭১ সালে আর্কানসাস বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং ডিগ্রি-[২] |
পেশা |
|
পরিচিতির কারণ | ওয়ালটন পরিবার |
বোর্ড সদস্য |
|
দাম্পত্য সঙ্গী | লিন ম্যাকন্যাব ওয়ালটন |
সন্তান | 4[৩] |
পিতা-মাতা |
|
আত্মীয় |
|
জিম ওয়ালটন (জন্ম: জুন ৭, ১৯৪৮): জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রের আর্কানসাস অঙ্গরাজ্যের নিউটাউনে ১৯৪৮ সালের। সর্বশেষ তথ্যানুসারে চার সন্তানের জনক ৬৬ বছর বয়স্ক জিম ওয়ালটনের সম্পদের পরিমাণ ৩৪.৭ বিলিয়ন মার্কিন ডলার। থাকেন আর্কানসাসের বেনটোনভিলে। মার্কিন চেইন-স্টোর জায়েন্ট ওয়ালমার্ট কর্পোরেশনের প্রতিষ্ঠাতা স্যাম ওয়ালটনের ছোট ছেলে জিম ইউনিভারসিটি অব আর্কানসাস থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক করে ১৯৭২ পারিবারিক ব্যবসায় যোগ দেন। ১৯৭৫ সালে ওয়ালটন এন্টারপ্রাইজের প্রেসিডেন্ট নিযুক্ত হন। ওয়ালমার্টের পরিচালনা পর্ষদের দায়িত্ব পান ২০০৫ সালে। বর্তমানে তিনি পারিবারিক মালিকানাধীন আরভেস্ট ব্যাংকের প্রধান নির্বাহী। ১.৮ বিলিয়নের সম্পদের এই ব্যাংকের শাখা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আর্কানসাস, কানসার্স, ওকলাহোমা ও মিসৌরি অঙ্গরাজ্যে। ২০১২ সালে আরভেস্টে ব্যাংকের আয় ছিল ১০০ মিলিয়ন মার্কিন ডলার। ওয়ালমার্ট আরভেস্টে ব্যাংক ছাড়াও জিম ওয়ালটনের মালিকানায় রয়েছে সংবাদপত্র ফার্ম কম্যুনিটি পাবলিশার্স ইন্টারকর্পোরেশন (সিপিআই)। ২০১৩ সালে বিশ্বজুড়ে ওয়ালমার্টের বিক্রির পরিমাণ ছিল ৪৭০ বিলিয়ন মার্কিন ডলার; সেখান থেকে ট্যাক্স বাদ দিয়ে জিমের আয় হয় ৪৭৫ মিলিয়ন মার্কিন ডলার। ব্যবসার পাশাপাশি জনদরদি হিসেবেও তার ব্যাপক পরিচিতি রয়েছে। ২০০৮-২০১৩ পর্যন্ত তিনি তার ভাই-বোনদের সাথে মিলে ২ বিলিয়ন মার্কিন ডলার দান করেছেন ওয়ালটন ফ্যামিলি ফাউন্ডেশন থেকে।
<ref>
ট্যাগ বৈধ নয়; SWGFTSHBS
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি<ref>
ট্যাগ বৈধ নয়; EP
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি<ref>
ট্যাগ বৈধ নয়; ForbesJW1309
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি