জিয়ারত জেলা Ziarat District | |
---|---|
জেলা | |
জিয়ারত জেলার মানচিত্র | |
দেশ | পাকিস্তান |
প্রদেশ | বেলুচিস্তান |
প্রতিষ্ঠাকাল | জুলাই ১৯৮৬ |
রাজধানী | জিয়ারত |
আয়তন[১] | |
• মোট | ৯২৬ বর্গকিমি (৩৫৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১৭)[২] | |
• মোট | ১,৬০,৪২২ |
• জনঘনত্ব | ১৭০/বর্গকিমি (৪৫০/বর্গমাইল) |
সময় অঞ্চল | পিএসটি (ইউটিসি+৫) |
তহসিলের সংখ্যা | ২ [৩] |
ওয়েবসাইট | ziarat |
জিয়ারত পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের উত্তরে অবস্থিত একটি জেলা। জিয়ারত শহরটি (প্রায় ২৪০০ মিটার উচ্চতায় অবস্থিত) জেলার প্রধান সদর দফতর হিসেবে পরিচালিত হয়। এছাড়াও এটি প্রধান তহসিল হিসেবে কাজ করে থাকে। খলিফাত পাহাড় জিয়ারত জেলার ১১,৪০০ ফুট (৩,৫০০ মিটার) উচ্চতা নিয়ে সর্বোচ্চ শিখরে অবস্থান করছে।
জিয়ারত জেলা ১৯৮৬ সালের জুলাইয়ে প্রতিষ্ঠিত হয়েছিল, তবে পূর্বে এটি সিবি জেলার অন্যতম একটি অংশ হিসেবে পরিচালিত হত।[১]
১৯৯৮ সালে আদমশুমারীর আনুমানিক হিসাব অনুযায়ী, জিয়ারত জেলার জনসংখ্যা ছিল প্রায় ৩৩,৩০০ জন এর মত, যেখানে ২০০৫ সালের আনুমানিক হিসাব অনুযায়ী জনসংখ্যা ছিল প্রায় ১০০,০০ জন এর মত।[৪] প্রায় ৯৯% এর মত মুসলমান সম্প্রদায়ের মানুষের বসবাস। জেলাটির প্রথম প্রধান ভাষা বা মাতৃভাষা হিসেবে পশতু ভাষা ব্যবহার করে, প্রায় ৯৯.৫% মানুষ কথা বলে থাকে।[৫]