জিল ক্লেবুর্গ | |
---|---|
Jill Clayburgh | |
গ্রিফিন অ্যান্ড ফিনিক্স (১৯৭৬) চলচ্চিত্রে ক্লেবুর্গ | |
জন্ম | |
মৃত্যু | ৫ নভেম্বর ২০১০ লেকভিল, কানেটিকাট, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৬৬)
শিক্ষা | সারা লরেন্স কলেজ |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৬৮-২০১০ |
দাম্পত্য সঙ্গী | ডেভিড রেব (বি. ১৯৭৯; মৃ. ২০১০) |
সন্তান |
|
জিল ক্লেবুর্গ (৩০ এপ্রিল ১৯৪৪ - ৫ নভেম্বর ২০১০) ছিলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে তার কাজের জন্য সুপরিচিত ছিলেন। তিনি অ্যান আনম্যারিড ওম্যান (১৯৭৮) চলচ্চিত্রে অভিনয়ের জন্য কান চলচ্চিত্র উৎসব থেকে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন এবং শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। পরের বছর তিনি স্টার্টিং ওভার (১৯৭৯) চলচ্চিত্রের জন্য টানা দ্বিতীয়বারের মত শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে অস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া তিনি চলচ্চিত্রে কাজের জন্য চারটি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন এবং টেলিভিশনে কাজের জন্য দুটি প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[১]
ক্লেবুর্গ ১৯৪৪ সালের ৩০শে এপ্রিল নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন। তার মাতা জুলিয়া লুইস (বিবাহপূর্ব ডর; ১৯১০-১৯৭৫)[২] ছিলেন একজন অভিনেত্রী ও মঞ্চ প্রযোজক ডেভিড মেরিকের মঞ্চ সহকারী, এবং পিতা আলবার্ট হেনরি "বিল" ক্লেবুর্গ একটি কোম্পানির উৎপাদন নির্বাহী।[৩][৪] তার মাতামহী আলমা লাচেনব্রুখ ক্লেবুর্গ ছিলেন কনসার্ট ও ওপেরা সঙ্গীতশিল্পী।[৫]
ক্লেবুর্গ ১৯৬০-এর দশকের শেষভাগের পাঁচ বছর অভিনেতা আল পাচিনোর সাথে ডেট করেন। তিনি ১৯৭৯ সালে চিত্রনাট্যকার ও নাট্যকার ডেভিড রেবকে বিয়ে করেন। তাদের দুই সন্তান ছিল, তারা হলেন পুত্র মাইকেল রেব এবং কন্যা অভিনেত্রী লিলি রেব।
ক্লেবুর্গ ২০ বছরের অধিক সময় ধরে ক্রনিক লিম্ফোসিটিক লুকেমিয়ায় আক্রান্ত ছিলেন এবং নিজ বাড়িতে একান্তেই এই রোগের চিকিৎসা নেন। তিনি ২০১০ সালের ৫ই নভেম্বর কানেটিকাট অঙ্গরাজ্যের লেকভিলে নিজে বাড়িতে মৃত্যুবরণ করেন।[৬]