জিস দেশ মেঁ গঙ্গা বহতি হ্যায়

জিস দেশ মেঁ গঙ্গা বহতি হ্যায়
চলচ্চিত্রের পোস্টার
পরিচালকরাধু কর্মকার
প্রযোজকরাজ কাপুর
রচয়িতাঅর্জুন দেব রক্ষ
শ্রেষ্ঠাংশে
সুরকারশঙ্কর জয়কিষণ
চিত্রগ্রাহকতারা দত্ত
সম্পাদকজি. জি. মায়কর
প্রযোজনা
কোম্পানি
মুক্তি
  • ১ আগস্ট ১৯৬০ (1960-08-01)
স্থিতিকাল১৬৭ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি
আয়₹২ কোটি[]

জিস দেশ মেঁ গঙ্গা বহতি হ্যায় রাজ কাপুর প্রযোজিত ও রাধু কর্মকার পরিচালিত ১৯৬০ সালের ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্র।[] এটি রাধু কর্মকারের পরিচালিত প্রথম চলচ্চিত্র, এর আগে তিনি রাজ কাপুর কয়েকটি চলচ্চিত্রে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন। এই চলচ্চিত্রে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন পদ্মিনী, রাজ কাপুরপ্রাণ। এটি রাজ কাপুরের সর্বশেষ সাদাকালো চলচ্চিত্র।

চলচ্চিত্রটি ১৯৬০ সালের ১লা আগস্ট মুক্তি পায়। মুক্তির পর এটি বক্স অফিসে ব্যবসাসফল হয়। চলচ্চিত্রটি ৮ম ভারত জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ হিন্দি ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে পুরস্কৃত হয় এবং ৯ম ফিল্মফেয়ার পুরস্কারে ১০টি মনোনয়ন থেকে শ্রেষ্ঠ চলচ্চিত্রশ্রেষ্ঠ অভিনেতা (রাজ কাপুর)-সহ চারটি বিভাগে পুরস্কৃত হয়।

অভিনয়শিল্পীদল

[সম্পাদনা]

সঙ্গীত

[সম্পাদনা]

জিস দেশ মেঁ গঙ্গা বহতি হ্যায় চলচ্চিত্রের সুর করেন শঙ্কর জয়কিষণ এবং গানের কথা লিখেছেন শৈলেন্দ্র[]হসরত জয়পুরী

নং.শিরোনামকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."মেরা নাম রাজু"মুকেশ০৩:১০
২."ক্যায়া হুয়া, ইয়ে মুঝে ক্যায়া হুয়া"লতা মঙ্গেশকর, আশা ভোসলে 
৩."জিস দেশ মেঁ গঙ্গা বহতি হ্যায়"মুকেশ০৪:১৩
৪."হো ম্যাঁয়নে প্যায়ার কিয়া"লতা মঙ্গেশকর 
৫."হাম ভি হ্যাঁয়, তুম ভি হো"লতা মঙ্গেশকর, গীতা দত্ত, মুকেশ, মান্না দে০৭:৩৫
৬."বেগানে শাদী মেঁ আবদুল্লাহ দিওয়ানা"লতা মঙ্গেশকর, মুকেশ০৩:২৯
৭."ও বাসন্তী, পবন পাগল"লতা মঙ্গেশকর০৩:৫২
৮."প্যায়ার কর লে"মুকেশ 
৯."আ আব লট চলে"লতা মঙ্গেশকর, মুকেশ০৪:১৫

মুক্তি ও বক্স অফিস

[সম্পাদনা]

জিস দেশ মেঁ গঙ্গা বহতি হ্যায় চলচ্চিত্রটি ১৯৬০ সালের ১লা আগস্ট মুক্তি পায়।[] ₹২ কোটি আয়কারী চলচ্চিত্রটি সেই বছরের ৫ম সর্বাধিক ব্যবসাসফল চলচ্চিত্র।[]

পুরস্কার ও মনোনয়ন

[সম্পাদনা]
পুরস্কার বিভাগ মনোনীত ফলাফল সূত্র.
৮ম ভারত জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ হিন্দি ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে মেধা সনদ রাজ কাপুর বিজয়ী []
৯ম ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র রাজ কাপুর বিজয়ী []
শ্রেষ্ঠ পরিচালক রাধু কর্মকার মনোনীত
শ্রেষ্ঠ অভিনেতা রাজ কাপুর বিজয়ী
শ্রেষ্ঠ অভিনেত্রী পদ্মিনী মনোনীত
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা প্রাণ মনোনীত
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক শঙ্কর জয়কিষণ মনোনীত
শ্রেষ্ঠ গীতিকার শৈলেন্দ্র (গান: "হোঠোঁ পে সাচ্চাই") মনোনীত
শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী মুকেশ (গান: "হোঠোঁ পে সাচ্চাই") মনোনীত
শ্রেষ্ঠ চিত্রসম্পাদনা জি.জি. মায়কর বিজয়ী
শ্রেষ্ঠ শিল্প নির্দেশনা এম. আর. আচারেকর বিজয়ী

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Box office 1960"বক্স অফিস ইন্ডিয়া। ৭ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২৩ 
  2. সরকার, সুকান্ত (৩ জুন ২০১৮)। "রাজ-সভায় বঙ্গসন্তান"এই সময়। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২৩ 
  3. "চিত্রনাট্য লেখার সঙ্গে পরিচালনাও করেন"এই সময়। ৩ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২৩ 
  4. "Jis Desh Men Ganga Behti Hai"দ্য টাইমস অব ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২৩ 
  5. "8th National Film Awards"ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ২৩ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২৩ 
  6. "সমস্ত ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ী (১৯৫৪-২০২০)" (ইংরেজি ভাষায়)। ফিল্মফেয়ার। ৩০ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২০ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]