ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | জিহাদ খালিদ আইয়ুব | ||
জন্ম | [১] | ৩০ মার্চ ১৯৯৫||
জন্ম স্থান | পোরলামার, ভেনেজুয়েলা | ||
উচ্চতা | ১.৮৭ মিটার (৬ ফুট ১+১⁄২ ইঞ্চি)[১] | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | স্লেমান | ||
জার্সি নম্বর | ৬ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:০২, ৯ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
জিহাদ খালিদ আইয়ুব (আরবি: جهاد خالد أيوب, ইংরেজি: Jihad Ayoub; জন্ম: ৩০ মার্চ ১৯৯৫; জিহাদ আইয়ুব নামে সুপরিচিত) হলেন একজন ভেনেজুয়েলীয়–লেবানীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইন্দোনেশীয় ক্লাব স্লেমান এবং লেবানন জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
জিহাদ ২০২১ সালে লেবাননের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; লেবাননের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
জিহাদ খালিদ আইয়ুব ১৯৯৫ সালের ৩০শে মার্চ তারিখে ভেনেজুয়েলার পোরলামারে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
জিহাদ কাতারে অনুষ্ঠিত ২০২৩ এএফসি এশিয়ান কাপের জন্য ঘোষিত লেবাননের ২৬ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছিলেন।[১][২]
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
লেবানন | ২০২১ | ২ | ০ |
২০২২ | ২ | ০ | |
২০২৩ | ৯ | ০ | |
সর্বমোট | ১৩ | ০ |