জুজেপ্পে দে'লংঘি

জুজেপ্পে দে'লংঘি
জন্ম (1939-04-24) ২৪ এপ্রিল ১৯৩৯ (বয়স ৮৫)
ট্রেভিসো, ইতালি
শিক্ষাভেনিসের কা ফোসকারি বিশ্ববিদ্যালয়
পেশাসভাপতি, দে'লংঘি
দাম্পত্য সঙ্গীবিবাহিত
সন্তান২, ফ্যাবিও দে'লংঘি সহ

জুজেপ্পে দে'লংঘি (জন্ম ২৪ এপ্রিল ১৯৩৯) একজন ইতালীয় ধনকুবের ব্যবসায়ী এবং দে'লংঘির প্রেসিডেন্ট।

জীবনের প্রথমার্ধ[সম্পাদনা]

তিনি ১৯৩৯ সালের ২৪ এপ্রিল ইতালির ট্রেভিসোতে জন্মগ্রহণ করেন [১]

তিনি ভেনিসের কা ফোসকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন।

কর্মজীবন[সম্পাদনা]

২০২০ সালের মার্চ পর্যন্ত, ফোর্বস অনুযায়ী আনুমানিক তার মোট সম্পদের মূল্য $৩.১ বিলিয়ন ছিল। [২]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

তিনি দুই সন্তানের জনক এবং ইতালির ট্রেভিসোতে থাকেন। তার ছেলে, ফ্যাবিও দে'লংঘি, দে'লংঘির সিইও।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Giuseppe de'Longhi"Cafoscarialumni। সংগ্রহের তারিখ ২২ মে ২০১৫ 
  2. "Forbes profile: Giuseppe De'Longhi"Forbes। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০