জুডি হলিডে | |
---|---|
Judy Holliday | |
জন্ম | জুডিথ তুভিম ২১ জুন ১৯২১ |
মৃত্যু | ৭ জুন ১৯৬৫ নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক | (বয়স ৪৩)
মৃত্যুর কারণ | স্তন ক্যান্সার |
সমাধি | ওয়েস্টচেস্টার হিলস সিমেট্রি, নিউ ইয়র্ক |
জাতীয়তা | মার্কিন |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৩৮-১৯৬৩ |
দাম্পত্য সঙ্গী | ডেভিড ওপেনহাইম (বি. ১৯৪৮; বিচ্ছেদ. ১৯৫৮) |
সন্তান | জনাথন ওপেনহাইম |
জুডি হলিডে (ইংরেজি: Judy Holliday; জন্ম: জুডিথ তুভিম, ২১শে জুন ১৯২১ - ৭ই জুন ১৯৬৫) ছিলেন একজন মার্কিন অভিনেত্রী, কৌতুকাভিনেত্রী ও গায়িকা।[১] চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি একটি একাডেমি পুরস্কার ও একটি গোল্ডেন গ্লোব পুরস্কার এবং মঞ্চে অভিনয়ের জন্য একটি টনি পুরস্কার লাভ করেন।
তিনি নাইটক্লাবে কাজের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু করেন এবং পরে ব্রডওয়ে মঞ্চনাটকে অভিনয় শুরু করেন। ১৯৪৬ সালে বর্ন ইস্টারডে মঞ্চনাটকে বিল ডন চরিত্রে অভিনয় করে সফল হলে তিনি ১৯৫০ সালে এই নাটকে চলচ্চিত্রায়নে কাজ করার সুযোগ পান। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার ও গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। ১৯৫০-এর দশকে তিনি কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন। এই দশকে তিনি ব্রডওয়ে মঞ্চে সঙ্গীতধর্মী বেলস্ আর রিংগিং নাটকে অভিনয় করে সঙ্গীতধর্মী নাটকে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে টনি পুরস্কার অর্জন করেন এবং ১৯৬০ সালে এই নাটকে চলচ্চিত্রায়নে অভিনয় করেন।
১৯৫২ সালে সিনেট ইন্টারন্যাশনাল সিকিউরিটি সাবকমিটি তাকে কমিউনিজমের সাথে সম্পৃক্ততা রয়েছে কিনা তা পরীক্ষা করতে ডাকে। তিনি ১৯৬৫ সালে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।
হলিডে ১৯২১ সালের ২১শ জুন নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন। তার জন্মনাম জুডিথ তুভিম। তার পিতা আবে তুভিম ছিলেন জিউশ ন্যাশনাল ফান্ড অব আমেরিকা (১৯৫১-১৯৫৮) ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক।[২] তার মাতা হেলেন (জন্মনাম: গলম্ব) তুভিম পিয়ানো শিখাতেন। তারা দুজনেই রুশ ইহুদি বংশোদ্ভূত ছিলেন।[৩] হলিডে তার পিতামাতার একমাত্র সন্তান। তিনি নিউ ইয়র্কের কুইন্সের সানিসাইডে বেড়ে ওঠেন এবং সেখানে জুলিয়া রিচম্যান হাই স্কুলে পড়াশুনা করেন। তার মার্কারি থিয়েটারে সহকারী সুইচবোর্ড অপারেটর হিসেবে কাজ শুরু করেন। এই থিয়েটারে পরিচালনায় ছিলেন অরসন ওয়েলস ও জন হাউজম্যান।[৪]
জুডি হলিডে নিম্নোক্ত মঞ্চনাটকে অভিনয় করেছেন:[৫]