জুন জন সাকুরাই | |
---|---|
জন্ম | |
মৃত্যু | নভেম্বর ১, ১৯৮২ | (বয়স ৪৯)
জাতীয়তা | জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র |
মাতৃশিক্ষায়তন | ব্রঙ্কস হাই স্কুল অব সায়েন্স হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্নেল ইউনিভার্সিটি |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠানসমূহ | শিকাগো বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজি Universities of Tokyo and Nagoya University of Paris at Orsay Scuola Normale Superiore at Pisa স্ল্যাক ন্যাশনাল অ্যাক্সিলারেটর ল্যাবরেটরী সার্ন Max Planck Institute at Munich |
জুন জন সাকুরাই একজন জাপানি-মার্কিন পদার্থবিজ্ঞানী। তিনি জনপ্রিয় গ্র্যাজুয়েট পাঠ্যবই Modern Quantum Mechanics (১৯৮৫-মরণোত্তর) and অন্যান্য পাঠ্যবই Invariance Principles and Elementary Particles (১৯৬৪) and Advanced Quantum Mechanics (১৯৬৭) এর রচয়িতা।
সাকুরাই ১৯৩৩ সালের ৩১ জানুয়ারি টোকিওতে জন্মগ্রহণ করেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৫ সালে সুম্মা কাম লডসহ স্নাতক হন। তিনি কর্নেল ইউনিভার্সিটি থেকে ১৯৫৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ইন্সটিটিউট ফর অ্যাডভান্সড স্টাডিতে এক বছর ডক্টরেটোত্তর গবেষণা করেন। তিনি ১৯৫৯ সালে শিকাগো বিশ্ববিদ্যালয় এ সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং ১৯৬৪ সালে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি ১৯৬৪ সালে আমেরিকান ফিজিক্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন। তিনি ১৯৭০ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস এর পদার্থবিজ্ঞান বিভাগে যোগদান করেন। [১][২]