জুমা মসজিদ উজবেক: Xo'ja Ahror Valiy masjidi | |
---|---|
ধরন | মসজিদ |
অবস্থান | তাসখন্দ, উজবেকিস্তান |
স্থানাঙ্ক | ৪১°১৯′২৫″ উত্তর ৬৯°১৪′১৪″ পূর্ব / ৪১.৩২৩৬৫৩° উত্তর ৬৯.২৩৭৩১১° পূর্ব |
নির্মিত | ৮১৯ – ২০০৩ |
জুমা মসজিদ, তাশখন্দ উজবেকিস্তানের একটি মসজিদ;এটি জামা বা জুমা মসজিদ নামেও পরিচিত । এটি ১৪৫১ সালে শেখ উবায়দুল্লো খোজা আখরার (১৪০৪-১৪৯০) দ্বারা নির্মিত হয়েছিল।