![]() ২০১৯ সালে লেবাননের হয়ে উমরি | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | জুয়ান নূর উদ্দিন উমরি | ||
জন্ম | ১৯ আগস্ট ১৯৮৮ | ||
জন্ম স্থান | বার্লিন, জার্মানি | ||
উচ্চতা | ১.৮৭ মিটার (৬ ফুট ১+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | সাগান তোসু | ||
জার্সি নম্বর | ৩ | ||
যুব পর্যায় | |||
রট-ভাইস নয়কলন | |||
রাইনিকেনডর্ফ | |||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৬–২০০৮ | রাইনিকেনডর্ফ | ৫৩ | (৬) |
২০০৮–২০১১ | বাবেলসবার্গ | ৫৪ | (১) |
২০১১–২০১৩ | রট-ভাইস এরফুর্ট | ৬২ | (৩) |
২০১৩–২০১৬ | ফ্রাঙ্কফুর্ট | ৬৪ | (২) |
২০১৬–২০১৭ | সিভাসস্পোর | ৩০ | (২) |
২০১৭–২০১৯ | আল নাসর | ৪১ | (১) |
২০১৮ | → সাগান তোসু (ধার) | ১১ | (১) |
২০১৯–২০২০ | ভিসেল কোবে | ৪ | (১) |
২০২০–২০২১ | টোকিও | ৩২ | (২) |
২০২২– | সাগান তোসু | ০ | (০) |
জাতীয় দল‡ | |||
২০১৩– | লেবানন | ৩৬ | (৪) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৮:৫৪, ৪ মে ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৮:৫৪, ৪ মে ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
জুয়ান নূর উদ্দিন উমরি (জাপানি: جوان نور الدين العمري, ইংরেজি: Joan Oumari; জন্ম: ১৯ আগস্ট ১৯৮৮; জুয়ান উমরি নামে সুপরিচিত) হলেন একজন লেবানীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর জে১ লিগের ক্লাব সাগান তোসু এবং লেবানন জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
উমরি ২০১৩ সালে লেবাননের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; লেবাননের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৩৫ ম্যাচে ৪টি গোল করেছেন।
জুয়ান নূর উদ্দিন উমরি ১৯৮৮ সালের ১৯শে আগস্ট তারিখে জার্মানির বার্লিনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
২০১৩ সালের ৬ই সেপ্টেম্বর তারিখে, ২৫ বছর ও ১৮ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী উমরি সিরিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে লেবাননের হয়ে অভিষেক করেছেন। উক্ত ম্যাচের ৫৫তম মিনিটে রক্ষণভাগের খেলোয়াড় বিলাল আল নাজারিনের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[৩] ম্যাচটি লেবানন ২–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] লেবাননের হয়ে অভিষেকের বছরে উমরি সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
লেবানন | ২০১৩ | ১ | ০ |
২০১৫ | ৮ | ২ | |
২০১৬ | ৪ | ০ | |
২০১৭ | ২ | ০ | |
২০১৮ | ৪ | ০ | |
২০১৯ | ৫ | ০ | |
২০২১ | ৭ | ২ | |
২০২২ | ৪ | ০ | |
সর্বমোট | ৩৫ | ৪ |