ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | জুলফিয়া নাজির আহমেদ শাড় | ||
জন্ম | ৩০ মে ১৯৯৯ | ||
মাঠে অবস্থান | মধ্য মাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | রয়েল ঈগল উইমেন্স এফসি | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
– | বালুচিস্তান ইউনাইটেড | 7 | (0) |
২০১৭– | রয়েল ঈগল উইমেন্স এফসি | 12 | (9) |
জাতীয় দল | |||
২০১৪– | পাকিস্তান | 3 | (0) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে |
জুলফিয়া শাহ (জন্ম: ৩০ মে ১৯৯৯) একজন পাকিস্তানি মহিলা ফুটবলার যে পাকিস্তান জাতীয় মহিলা ফুটবল দলে মধ্য মাঠের খেলোয়াড় হিসেবে খেলে থাকে। সে পাকিস্তান জাতীয় চ্যাম্পিয়নশিপের দল বালুচিস্তান ইউনাইটেডের হয়েও খেলে।[১][২]
শাহ ১৯৯৯ সালের ৩০ মে পাকিস্তানের গিলগিত-বালুচিস্তান প্রদেশে জন্মগ্রহণ করে।
শাহ তার ক্লাব ক্যারিয়ার বালুচিস্তান ইউনাইটেডে শুরু করে। এছাড়া সে দুবাইয়ের ফুটবল ক্লাব রয়েল ঈগল উইমেন্স এফসিতে ২০১৭ থেকে খেলে আসছে।
২০১৪ সালের অক্টোবরে, সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি স্বরুপ পাকিস্তান বাহরাইনের সাথে তিনটি প্রীতি ম্যাচ খেলে, যার তিনটিতেই শাহ অংশগ্রহণ করেছিল।[৩] এরপর সে ইসলামাবাদে অনুষ্ঠিত ৩য় সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের পাকিস্তানের সবকয়টি ম্যাচে অংশগ্রহণ করে।[১]