জুলি অ্যান্ড্রুজ | |
---|---|
জন্ম | জুলিয়া এলিজাবেথ ওয়েলস ১ অক্টোবর ১৯৩৫ ওয়াল্টন-ওন-থেমস, ইংল্যান্ড, যুক্তরাজ্য |
পেশা | অভিনেত্রী, গায়িকা, লেখিকা, থিয়েটার পরিচালক, নৃত্যশিল্পী |
কর্মজীবন | ১৯৪৫–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | টনি ওয়াল্টন (বি. ১৯৫৯; বিচ্ছেদ. ১৯৬৭) ব্লেক এডওয়ার্ডস (মৃত্যু) (বি. ১৯৬৯; মৃত ২০১০) |
সন্তান | ৩ |
ডেম জুলিয়া এলিজাবেথ জুলি অ্যান্ড্রুজ, ডিবিই (জন্ম ১ অক্টোবর ১৯৩৫) একজন ইংরেজ অভিনেত্রী, গায়িকা, লেখিকা, মঞ্চ পরিচালক ও নৃত্যশিল্পী। [১] শিশুশিল্পী ও গায়িকা হিসেবে ১৯৪৮ সালে ওয়েস্ট এন্ড থিয়েটারে তিনি প্রথম আত্মপ্রকাশ করেন ও ১৯৫৪ এ 'দ্য বয় ফ্রেন্ড' এ প্রথম ব্রডওয়েতে আবির্ভূত হন। মাই ফেয়ার লেডি (১৯৫৬), ক্যামেলট (১৯৬০) ইত্যাদি ব্রডওয়ের গীতিনাট্যগুলিতে অভিনয় করে তিনি বিখ্যাত হয়ে ওঠেন। তিনি একটি একাডেমি পুরস্কার, ছয়টি গোল্ডেন গ্লোব পুরস্কার, একটি বাফটা পুরস্কার, তিনটি গ্র্যামি পুরস্কার, দুটি প্রাইমটাইম এমি পুরস্কার, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড আজীবন সম্মাননা পুরস্কার, কেনেডি সেন্টার সম্মাননা, ও ডিজনি লেজেন্ডস পুরস্কার অর্জন করেছেন।
তার অভিনীত প্রথম চলচ্চিত্র মেরি পপিন্স (১৯৬৪)। এই চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার এবং সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন।[২] এছাড়া তিনি দ্য সাউন্ড অব মিউজিক (১৯৬৫) চলচ্চিত্রে মারিয়া ফন ট্রাপ চরিত্রে এবং ভিক্টর/ভিক্টোরিয়া চলচ্চিত্রে অভিনয় করে সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন।