জুলিও নাত্তা | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ২ মে ১৯৭৯ | (বয়স ৭৬)
জাতীয়তা | ইতালীয় |
মাতৃশিক্ষায়তন | মিলান পলিটেকনিক |
পরিচিতির কারণ | জিগলার-নাটা প্রভাবক |
পুরস্কার | রসায়নে নোবেল পুরস্কার (১৯৬৩) লোমোনোসোভ গোল্ড মেডেল (১৯৬৯) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | জৈব রসায়ন |
প্রতিষ্ঠানসমূহ | পাভিয়া বিশ্ববিদ্যালয় রোমা লা স্পেরাঞ্চা বিশ্ববিদ্যালয় পলিটেকনিকো দি তরিনো |
জুলিও নাত্তা (ইতালীয়: Giulio Natta; ২৫ ফেব্রুয়ারি ১৯০৩ – ২ মে ১৯৭৯) একজন ইতালীয় রসায়নবিজ্ঞানী ছিলেন। তিনি ১৯৬৩ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেছিলেন।
নাত্তা ১৯০৩ সালের ২৬ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি পলিটেকনিকো ডি মিলানো থেকে ১৯২৪ সালে রাসায়নিক প্রকৌশলে ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৩৩ সালে পাভিয়া বিশ্ববিদ্যালয়-এর ইন্সটিটিউট অব জেনারেল কেমিস্ট্রির পরিচালক এবং পূর্ণ অধ্যাপক হন। তিনি ১৯৩৫ সালে ইউনিভার্সিটি অব রোমের ভৌত রসায়নের পূর্ণ অধ্যাপক নিযুক্ত হন। ১৯৩৬ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত তিনি পলিটেকনিক ইন্সটিটিউট অব তুরিনের পূর্ণ অধ্যাপক এবং ইন্সটিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রির পরিচালক নিযুক্ত হন। তিনি ১৯৩৮ সালে পলিটেকনিকো ডি মিলানোর রাসায়নিক প্রকৌশলের বিভাগীয় প্রধান নিযুক্ত হন।[১]