জুহি চতুর্বেদী | |
---|---|
জন্ম | |
মাতৃশিক্ষায়তন | মাউন্ট কারমেল কলেজ, লখনউ |
পেশা | চিত্রনাট্যকার |
পুরস্কার | পূর্ণ তালিকা |
জুহি চতুর্বেদী (জন্ম ২৪ ফেব্রুয়ারি ১৯৭৫) একজন ভারতীয় চিত্রনাট্যকার। তিনি মূলত হিন্দি চলচ্চিত্রে কাজ করে থাকেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্র হল ভিকি ডোনার (২০১২), মাদ্রাজ ক্যাফে (২০১৩), পিকু (২০১৫), অক্টোবর (২০১৮), ও গুলাবো সিতাবো (২০২০)।[১]
তিনি দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তিনটি ফিল্মফেয়ার পুরস্কার তিনটি আইফা পুরস্কার, তিনটি জি সিনে পুরস্কার ও একটি স্ক্রিন পুরস্কার অর্জন করেন।
দিল্লিতে থাকাকালীন তিনি লজপত নগরে বাস করতেন, সেখানকার একটি অভিজ্ঞতা নিয়ে তিনি তার প্রথম চলচ্চিত্র ভিকি ডোনার রচনা করেন।[২] এই চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ কাহিনি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার ও আইফা পুরস্কার অর্জন করেন।[৩][৪] এরপর তিনি পিকু চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য ও শ্রেষ্ঠ সংলাপ বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।[৫][৬] তিনি গুলাবো সিতাবো (২০২০) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সংলাপ বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।[৭]
বছর | চলচ্চিত্র | কাহিনি | চিত্রনাট্য | সংলাপ |
---|---|---|---|---|
২০১২ | ভিকি ডোনার | হ্যাঁ | হ্যাঁ | |
২০১৩ | মাদ্রাজ ক্যাফে | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ |
২০১৫ | পিকু | হ্যাঁ | হ্যাঁ | |
২০১৮ | অক্টোবর | হ্যাঁ | হ্যাঁ | |
২০১৯ | দ্য স্কাই ইজ পিঙ্ক | হিন্দি সংলাপ | ||
২০২০ | ধরল প্রভু | হ্যাঁ | হ্যাঁ | |
২০২০ | গুলাবো সিতাবো | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ |