জে. এডগার হুভার | |
---|---|
J. Edgar Hoover | |
ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের ১ম পরিচালক | |
কাজের মেয়াদ ১০ মে ১৯২৪ – ২ মে ১৯৭২ ভারপ্রাপ্ত: ১০ মে ১৯২৪ - ১০ ডিসেম্বর ১৯২৪ | |
রাষ্ট্রপতি | |
ডেপুটি | ক্লাইড টলসন |
পূর্বসূরী | উইলিয়াম জে. বার্নস |
উত্তরসূরী | ক্লেরেন্স এম. কেলি |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | জন এডগার হুভার ১ জানুয়ারি ১৮৯৫ ওয়াশিংটন, ডি.সি., মার্কিন যুক্তরাষ্ট্র |
মৃত্যু | ২ মে ১৯৭২ ওয়াশিংটন, ডি.সি., মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৭৭)
সমাধিস্থল | কংগ্রেশনাল সেমেটারি |
রাজনৈতিক দল | রিপাবলিকান[১] |
শিক্ষা | জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় (এলএলবি, এলএলএম) |
স্বাক্ষর | |
* হুভার ১৯২৪ সালের ১০ মে "ব্যুরো অব ইনভেস্টিগেশন"-এর পরিচালক হিসেবে তার কর্মজীবন শুরু করেন |
জন এডগার হুভার (ইংরেজি: John Edgar Hoover; ১ জানুয়ারি ১৮৯৫ - ২ মে ১৯৭২) ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রথম পরিচালক এবং মার্কিন আইন প্রণয়নকারী কর্মকর্তা। তিনি ১৯২৪ সালে এফবিআইয়ের পূর্বসূরি প্রতিষ্ঠান ব্যুরো অব ইনভেস্টিগেশনের পরিচালক পদে নিয়োগ পান এবং ১৯৩৫ সালে এফবিআই প্রতিষ্ঠিত হলে তিনি ১৯৭২ সালে ৭৭ বছর বয়সে মৃত্যুর পূর্ব পর্যন্ত আরও ৩৭ বছর এই পদে অধিষ্ঠিত ছিলেন। হুভার এফবিআই প্রতিষ্ঠার চেয়ে এই প্রতিষ্ঠানটিকে অপরাধের বিরুদ্ধে লড়ার এজেন্সি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য এবং এর পুলিশি প্রযুক্তিতে একাধিক আধুনিকায়ন, যেমন কেন্দ্রীয় আঙুলের ছাপবিশিষ্ট নথি ও ফরেনসিক গবেষণাগার নির্মাণের জন্য অধিক স্বীকৃত।
তার জীবনের শেষভাগে ও মৃত্যুর পর ক্ষমতার গোপন অপব্যবহারের প্রমাণাদি পাওয়া গেলে হুভারকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। তিনি এফবিআইয়ের এখতিয়ারের ঊর্ধ্বে গিয়েছিলেন,[২] এফবিআইকে রাজনীতিবিদদের বার্তা পাঠাতে ব্যবহার করেন এবং রাজনৈতিক নেতাদের গোপন নথি সংগ্রহ করেন,[৩] এবং অবৈধ উপায়ে প্রমাণাদি সংগ্রহ করেন।[৪] হুভার ব্যাপক ক্ষমতাধর হয়ে ওঠেছিলেন এবং অন্যকে ভয় দেখানো ও হুমকি দেওয়ার অবস্থান তৈরি করেন, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন রাষ্ট্রপতিদেরও।[৫]
হুভার একাধিক বই ও নিবন্ধ রচনা করেছেন। যদিও ধারণা করা হয়ে থাকে এইগুলো এফবিআইয়ের কর্মচারীরা রচনা করেছেন,[৬][৭][৮] হুভারই এই বইগুলোর কৃতিত্ব ও রয়্যালিটি পেতেন।
সরকারি দফতর | ||
---|---|---|
পূর্বসূরী উইলিয়াম জে. বার্নস ব্যুরো অব ইনভেস্টিগেশনের পরিচালক হিসেবে |
ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের পরিচালক ব্যুরো অব ইনভেস্টিগেশন: ১৯২৪–১৯৩৫ ১৯২৪–১৯৭২ |
উত্তরসূরী প্যাট গ্রে ভারপ্রাপ্ত |
সম্মানজনক পদবীসমূহ | ||
পূর্বসূরী এভারেট ডার্কসেন |
Persons who have lain in state or honor in the United States Capitol rotunda ৩-৪ মে, ১৯৭২ |
উত্তরসূরী লিন্ডন বি. জনসন |