জেইমি ফক্সওয়ার্থ

জেইমি ফক্সওয়ার্থ
২০০৮ সালে ফক্সওয়ার্থ
জন্ম
জেইমি মোনা ফক্সওয়ার্থ

(1979-12-17) ১৭ ডিসেম্বর ১৯৭৯ (বয়স ৪৪)
বেলেভিল, ইলিনয়, মার্কিন যুক্তরাষ্ট্র
পেশাঅভিনেত্রী, মডেল
কর্মজীবন১৯৮৬ – বর্তমান
সন্তান

জেইমি মোনা ফক্সওয়ার্থ (জন্ম: ১৭ই ডিসেম্বর, ১৯৭৯) একজন মার্কিন অভিনেত্রী, মডেল এবং প্রাক্তন পর্নোগ্রাফিক অভিনেত্রী। তিনি এবিসি/সিবিএস সিটকম ফ্যামিলি ম্যাটারসে কার্ল এবং হ্যারিয়েট উইন্সলোর কনিষ্ঠ কন্যা জুডি উইনস্লোর ভূমিকার জন্য সবচেয়ে বেশি পরিচিত। []

কর্মজীবন

[সম্পাদনা]

ফক্সওয়ার্থ পাঁচ বছর বয়সে মডেলিং শুরু করেন, শীঘ্রই জাতীয় টেলিভিশন বিজ্ঞাপনে উপস্থিত হন এবং শেষ পর্যন্ত জুডি উইনস্লোর ভূমিকায় অবতীর্ণ হন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Oprah: Former Child TV Star Reveals the Biggest Mistake of Her Life"Oprah.com। জানুয়ারি ২০, ২০০৬। 

বহিঃসংযোগ

[সম্পাদনা]