![]() | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | জেগর্জ ক্রিখোভিয়াক [১] | ||
জন্ম | ২৯ জানুয়ারি ১৯৯০ | ||
জন্ম স্থান | গ্রাইফিসে, পোল্যান্ড | ||
উচ্চতা | ১.৮৬ মিটার (৬ ফুট ১ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | প্যারিস সেন্ট জার্মেই | ||
জার্সি নম্বর | ৪ | ||
যুব পর্যায় | |||
অর্জেল এমজার্জিনয়ো | |||
জাকি ৯৪ কলোয়বজার্গ | |||
২০০৪ | স্টাল শ্চেচিন | ||
২০০৫–২০০৬ | আরকা দিনিয়া | ||
২০০৬–২০০৮ | বোরদুঁ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৮–২০১২ | বোরদুঁ | ২ | (০) |
২০০৯–২০১১ | → রঁস (ধার) | ৫৪ | (৪) |
২০১১–২০১২ | → নঁত (ধার) | ২১ | (০) |
২০১২–২০১৪ | রঁস | ৭০ | (৮) |
২০১৪–২০১৬ | সেভিয়া | 58 | (২) |
২০১৬– | প্যারিস সেন্ট জার্মেই | ১১ | (০) |
২০১৭–২০১৮ | → ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন (ধার) | ২৭ | (০) |
জাতীয় দল‡ | |||
২০১০ | পোল্যান্ড অনূর্ধ্ব-২০ | ২ | (০) |
২০০৮–২০১২ | পোল্যান্ড অনূর্ধ্ব-২১ | ৯ | (৩) |
২০০৮– | পোল্যান্ড | ৪৯ | (২) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৩ মে ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৩ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক। |
জেগর্জ ক্রিখোভিয়াক ([ˈɡʐɛɡɔʂ krɨˈxɔvʲak] (; জন্ম: ২৯ জানুয়ারি ১৯৯০) একজন পেশাদার )ফুটবলার, যিনি ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই এবং পোল্যান্ড জাতীয় দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মাঝে মাঝে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবেও খেলে থাকেন।
ক্রিখোভিয়াক ২০০৮ সালে পোল্যান্ড জাতীয় দলের হয়ে অভিষেক পর থেকে এপর্যন্ত ৪০-এর অধিক ম্যাচ খেলেছেন। তিনি ২০১৬ উয়েফা ইউরোয় পোল্যান্ড দলের একজন সদস্য ছিলেন।
২০১৮ সালের ৪ঠা জুন, তিনি রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত পোল্যান্ডের ২৩ সদস্যের চূড়ান্ত দলে স্থান পান।[২]
সেভিয়া
ব্যক্তিগত
টেমপ্লেট:West Bromwich Albion F.C. squad
টেমপ্লেট:2014–15 La Liga Team of the Year
![]() ![]() |
পোলীয় ফুটবল সম্পর্কিত জীবনী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |