![]() সপটে অনুষ্ঠিত ২০১৪ সালের বিশ্ব ইনডোর চ্যাম্পিয়নশীপে জেঞ্জেবি। | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
জাতীয়তা | ইথিওপিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | [১] বেকোজি, ইথিওপিয়া[১] | ৮ ফেব্রুয়ারি ১৯৯১|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উচ্চতা | ১৬৮ সে.মি.[১] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ওজন | ৫২ কেজি[১] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ক্রীড়া | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ক্রীড়া | অ্যাথলেটিকস | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বিভাগ | ১৫০০ মিটার, ৩০০০ মিটার, ৫০০০ মিটার | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
প্রশিক্ষক | জামা এডেন | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
সাফল্য ও খেতাব | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যক্তিগত সেরা | ১৫০০ মি.: ৩:৫০:০৭ বিশ্বরেকর্ড[২] ইনডোর ১৫০০ মি.: ৩:৫৫.১৭আই বিশ্বরেকর্ড[৩] ৩০০০ মি.: ৮:২৬.২১[৩] ইনডোর ৩০০০ মি.: ৮:১৬.৬০আই বিশ্বরেকর্ড[৩] ইনডোর ২-মাইল: ৯:০০.৪৮আই বিশ্বরেকর্ড[৩] ৫০০০ মি.: ১৪:১৫.৪১[৩] ইনডোর ৫০০০ মি.: ১৪:১৮.৮৬আই বিশ্বরেকর্ড[৩] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
পদকের তথ্য
|
জেঞ্জেবি দিবাবা কেনেনি (ইংরেজি: Genzebe Dibaba; জন্ম: ৮ ফেব্রুয়ারি, ১৯৯১) বেকোজি এলাকায় জন্মগ্রহণকারী ইথিওপিয়ার মাঝারি ও দূরপাল্লার দৌড়বিদ। তিনি তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন তিরুনেশ দিবাবা ও অলিম্পিক রৌপ্যপদক বিজয়ী জেগায়েহু দিবাবা’র বোন এবং সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন দেরারতু তুলু’র কাকাতো বোন।[৪] ১৭ জুলাই, ২০১৫ তারিখে মোনাকো’র হারকিউলিসে ৩:৫০.৭ মিনিট সময় নিয়ে ১৫০০ মিটার দূরত্ব অতিক্রম করে বর্তমান বিশ্বরেকর্ডের অধিকারী জেঞ্জেবি দিবাবা।
২০০৮[৫] ও ২০০৯ সালের আইএএএফ বিশ্ব ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশীপের বালিকাদের বিভাগে শিরোপা জয় করেন জেঞ্জেবে।[৬] এরফলে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ধারাবাহিকভাবে দুইবার শিরোপা জয়ের কৃতিত্ব গড়েন। একই বিষয়ে ২০০৭ সালে পঞ্চম স্থান দখল করেছিলেন তিনি। ২০০৮ সালে বিসলেট গেমসে ৫০০০ মিটার দৌঁড়ে নিজস্ব সেরা ১৫:০২.৪১ সময় নেন। ঐ একই বিষয়ে তার বোন তিরুনেশ নতুন বিশ্বরেকর্ড গড়েছিলেন।[৭] একই বছর পাঁচ সেকেন্ড কম সময় নিয়ে নিজের সেরা রেকর্ড গড়েন।
২০১২ সালের বিশ্ব ইনডোর প্রতিযোগিতায় ১৫০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হন ও এ দূরত্বে বিশ্বরেকর্ড গড়েন। ২০১৪ সালের বিশ্ব ইনডোর চ্যাম্পিয়ন হন। ৩০০০ মিটারের দূরত্বে তিনি বিশ্ব ইনডোর প্রতিযোগিতার রেকর্ডধারী। ২০১২ সালে লন্ডনে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকে ইথিওপিয়ার প্রতিনিধিত্ব করেন। এছাড়াও, ২০০৯ ও ২০১১ সালের বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। অনূর্ধ্ব-২০ প্রতিযোগিতার ক্রীড়াবিদ হিসেবে তিনি বেশ সফলতা পেয়েছেন। দুইবার জুনিয়র ওয়ার্ল্ড ক্রস কান্ট্রি শিরোপাসহ ৫০০০ মিটার দৌড়ে স্বর্ণপদক পান।
রেকর্ড | ||
---|---|---|
পূর্বসূরী![]() |
মহিলাদের ১,৫০০ মিটারে বিশ্বরেকর্ডধারী ১৭ জুলাই, ২০১৫ – বর্তমান |
উত্তরসূরী নির্ধারিত হয়নি |
পূর্বসূরী![]() |
ইনডোরে মহিলাদের ১,৫০০ মিটারে বিশ্বরেকর্ডধারী ১ ফেব্রুয়ারি, ২০১৪ – বর্তমান |
উত্তরসূরী নির্ধারিত হয়নি |
পূর্বসূরী![]() |
ইনডোরে মহিলাদের ৩,০০০ মিটারে বিশ্বরেকর্ডধারী ৬ ফেব্রুয়ারি, ২০১৪ – বর্তমান |
উত্তরসূরী নির্ধারিত হয়নি |
পুরস্কার | ||
পূর্বসূরী![]() |
লরিয়াস বর্ষসেরা মহিলা ক্রীড়াবিদ ২০১৫ |
উত্তরসূরী![]() |
পূর্বসূরী![]() |
বর্ষসেরা আইএএএফ অ্যাথলেট ২০১৫ |
উত্তরসূরী নির্ধারিত হয়নি |
পূর্বসূরী![]() |
মহিলাদের বর্ষসেরা ট্র্যাক এন্ড ফিল্ড অ্যাথলেট ২০১৫ |
উত্তরসূরী নির্ধারিত হয়নি |