জেড৮ জিএনডি ৫২৯৬ | |
---|---|
পর্যবেক্ষণ তথ্য | |
বিষুবাংশ | ১২ঘ ৩৬মি ৩৭.৯০সে |
বিষুবলম্ব | ৬২° ১৮′ ০৮.৫″ |
লোহিত সরণ | 7.51 |
দূরত্ব | ৩০০০ কোটি আলোক বর্ষ |
আপাত মান (V) | ২৫.৬ (160W) |
বিশিষ্ট | |
ভর | ১.০+০.২ −০.১×১০৯ M☉ |
তথ্যসূত্র: [১] | |
আরও দেখুন: ছায়াপথ, ছায়াপথসমূহের তালিকা |
জেড৮ জিএনডি ৫২৯৬ (ইংরেজি: z8 GND 5296) ২০১৩ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে আবিষ্কৃত একটি ছায়াপথ। পৃথিবী থেকে ৩০০০ কোটি আলোক বর্ষ দূরে অবস্থিত এই ছায়াপথ এখনো পর্যন্ত আবিষ্কৃত দূরতম এবং প্রাচীনতম বলে ঘোষণা করা হয়েছে।[২]
ছায়াপথ থেকে আগত আলোর সময়কাল হিসেব করতে গিয়ে দেখা গিয়েছে, যে আগত আলো ব্রহ্মান্ডের বর্তমান বয়সের মাত্র ৫ শতাংশ সময়কালে মহা বিস্ফোরণের ৭০ কোটি বছর পরের সময়কার।[n ১] অর্থাৎ ১৩০০ কোটি বছর পূর্বে ঐ ছায়াপথ থেকে নির্গত আলো বর্তমানে পৃথিবীতে পৌঁছেছে। বর্তমান পৃথিবী থেকে এর দুরত্ব ৩০০০ কোটি আলোক বর্ষ। ছায়াপথটির বর্তমান লোহিত সরণ ৭.৫১। ছায়াপথটি প্রতি বছর ৩০০ সূর্যের সমান ভরের তারার জন্ম দিয়ে চলেছে।[৩]
স্টিভেন ফ্লিঙ্কেলস্টাইনের নেতৃত্বে ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিনের একদল জ্যোতির্বিদ ন্যাশনাল অপ্টিকাল অ্যাষ্ট্রোনমি অবজারভেটরি ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদদের সহায়তায় হাবল স্পেস টেলিস্কোপ থেকে প্রাপ্ত চিত্র থেকে এই ছায়াপথের আবিষ্কার করেন। ২০১৩ খ্রিষ্টাব্দের ২৪শে অক্টোবর নেচার পত্রিকায় তাঁদের আবিষ্কার প্রকাশিত হয়।[৪]
|coauthors=
উপেক্ষা করা হয়েছে (|author=
ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য)