জেন আলেকজান্ডার

জেন আলেকজান্ডার
Jane Alexander
ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর দি আর্টসের প্রধান
কাজের মেয়াদ
অক্টোবর ১৯৯৩ – অক্টোবর ১৯৯৭
রাষ্ট্রপতিবিল ক্লিনটন
পূর্বসূরীজন ফ্রোনমেয়ার
উত্তরসূরীক্যাথরিন হিগিন্স (অভিনয়)
ব্যক্তিগত বিবরণ
জন্মজেন কুইগলি
(1939-10-28) ২৮ অক্টোবর ১৯৩৯ (বয়স ৮৫)
বস্টন, ম্যাসাচুসেট্‌স, মার্কিন যুক্তরাষ্ট্র
দাম্পত্য সঙ্গীরবার্ট আলেকজান্ডার
(বি. ১৯৬২; বিচ্ছেদ. ১৯৭৪)

এডউইন শেরিন
(বি. ১৯৭৫; মৃ. ২০১৭)
সন্তান
শিক্ষাসারা লরেন্স কলেজ

জেন আলেকজান্ডার (জন্ম ২৮ অক্টোবর ১৯৩৯) হলেন একজন মার্কিন লেখিকা, অভিনেত্রী ও ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর দি আর্টসের সাবেক পরিচালক। তিনি একটি টনি পুরস্কার ও দুটি এমি পুরস্কার বিজয়ী এবং চারটি একাডেমি পুরস্কার ও তিনটি গোল্ডেন গ্লোব পুরস্কারে মনোনীত।

আলেকজান্ডার ব্রডওয়ে মঞ্চে দ্য গ্রেট হোয়াইট হোপ নাটকে অভিনয় করে ১৯৬৯ সালে মঞ্চনাটকে শ্রেষ্ঠ চরিত্রাভিনেত্রী বিভাগে টনি পুরস্কার অর্জন করেন। তার অন্যান্য ব্রডওয়ে নাটক হল সিক্স আরএমএস রিভ ভু (১৯৭২), দ্য নাইট অব দি ইগুয়ানা (১৯৮৮), দ্য সিস্টার্স রোজেন্সওয়েগ (১৯৯৩) ও অনার (১৯৯৮)। তিনি মোট আটটি টনি পুরস্কারের মনোনয়ন লাভ করেছেন এবং ১৯৯৪ সালে আমেরিকান থিয়েটার হল অব ফেমে তার নাম অন্তর্ভুক্ত হয়েছে।[]

তিনি দ্য গ্রেট হোয়াইট হোপ নাটকের চলচ্চিত্ররূপে (১৯৭০) অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এরপর তিনি অল দ্য প্রেসিডেন্ট্‌স মেন (১৯৭৬) ও ক্রেমার ভার্সাস ক্রেমার (১৯৭৯) চলচ্চিত্রে অভিনয়ের জন্য দুটি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন এবং টেস্টামেন্ট (১৯৮৩) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে আরেকটি একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। আলেকজান্ডার তার আটটি এমি পুরস্কারের প্রথম মনোনয়ন লাভ করেন এলিনর অ্যান্ড ফ্রাঙ্কলিন (১৯৭৬) মিনি ধারাবাহিকে এলিনর রুজভেল্ট চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে, যে চরিত্রে তাকে ১৮ থেকে ৬০ বছর বয়সী চরিত্রে অভিনয় করতে হয়েছিল। তিনি প্লেইং ফর টাইম (১৯৮০) ও ওয়ার্ম স্প্রিংস (২০০৫)-এ অভিনয় করে দুটি মিনি ধারাবাহিক বা চলচ্চিত্রে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার অর্জন করেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

আলেকজান্ডার ১৯৩৯ সালের ২৮শে অক্টোবর ম্যাসাচুসেট্‌স অঙ্গরাজ্যের বস্টন শহরে জন্মগ্রহণ করেন। তার জন্মনাম জেন কুইগলি। তার মাতা রুথ এলিজাবেথ (বিবাহপূর্ব পিয়ারসন) ছিলেন একজন সেবিকা এবং তার পিতা টমাস বি. কুইগলি ছিলেন একজন অর্থপেডিক শল্যচিকিৎসক।[] তিনি বস্টনের পার্শ্ববর্তী চেস্টনাট হিলের বিভার কাউন্টি ডে স্কুলে পড়াশোনা করেন। বিদ্যালয়ে থাকাকালীনই তার অভিনয়ের প্রতি আগ্রহ জন্মে।[]

কর্মজীবন

[সম্পাদনা]
১৯৬০-এর দশকের আলেকজান্ডার

১৯৬৩ সালে আ থাউজেন্ড ক্লাউনস নাটকে স্যান্ডি ডেনিসের স্থলাভিষিক্ত হয়ে ফিলিস ওয়াইন চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে আলেকজান্ডারের ব্রডওয়ে মঞ্চে অভিষেক ঘটে। তিনি এরপর অল্প কয়েকবার এই চরিত্রে অভিনয় করেন।[] আলেকজান্ডারের প্রথম আলোচিত সাফল্য আসে ১৯৬৭ সালে ওয়াশিংটন, ডি.সি.র অ্যারিনা স্টেজে হাওয়ার্ড স্যাকলারের দ্য গ্রেট হোয়াইট হোপ নাটকে এলিনর ব্যাকম্যান চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে।[] তার সহশিল্পী জেমস আর্ল জোন্সের মত তিনিও ব্রডওয়ে মঞ্চে (১৯৬৮) এবং এর চলচ্চিত্ররূপে (১৯৭০) অভিনয় করেন। মঞ্চে কাজের কাজের জন্য মঞ্চনাটকে শ্রেষ্ঠ চরিত্রাভিনেত্রী বিভাগে টনি পুরস্কার অর্জন করেন এবং চলচ্চিত্রে কাজের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Playbill Online's Brief Encounter with Jane Alexander" (ইংরেজি ভাষায়)। প্লেবিল। মার্চ ২৪, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০ 
  2. "Jane Alexander Biography (1939–)" (ইংরেজি ভাষায়)। ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০ 
  3. আলেকজান্ডার, জেন (২০০০)। Command Performance: an Actress in the Theater of Politics. PublicAffairs, a member of the Perseus Book Group; New York, NY, পৃষ্ঠা ১-১৬, আইএসবিএন ১-৮৯১৬২০-০৬-১
  4. বার্গ, বিয়াট্রিস (১৯৭১-০৭-২৫)। "Mischief Becomes Her, Too (Published 1971)"দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২১ 
  5. Lawson,"Howard Sackler, 52, Playwright Who Won Pulitzer Prize, Dead;" NYT (The New York Times)
  6. "The 43rd Academy Awards (1971) Nominees and Winners"অস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২১ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]
রাজনৈতিক দপ্তর
পূর্বসূরী
জন ফ্রোনমেয়ার
ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর দি আর্টসের প্রধান
১৯৯৩–১৯৯৭
উত্তরসূরী
ক্যাথরিন হিগিন্স
অভিনয়