সনি এরিকসন কে ৩১০এ ইন্টারনেট জিপিআরএসের মাধ্যমে উইকিপিডিয়া হোম দেখচ্ছে
জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস(ইংরেজি: General Packet Radio Service) এর সংক্ষিপ্ত নাম জিপিআরএস। এটি তারবিহীন মোবাইল টেলিযোগাযোগ সংক্রান্ত এক ধরনের ব্যবস্থা। প্রতি সেকেন্ডে ১১৫ কিলোবিট হারে তথ্য সরবরাহ নিশ্চিত করে। এটি অনেক বড় সীমার মধ্যে থেকে বিভিন্ন ব্যান্ডউইথ সমর্থন করে। ক্ষুদ্র তথ্যগুচ্ছ সরবরাহের জন্য এই ব্যবস্থা বিশেষ ভাবে কার্যকরী।