জেনিথ এম সাংমা | |
---|---|
মেঘালয় বিধানসভার সদস্য | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২০১৩ | |
পূর্বসূরী | অ্যাডলফ লুহিতলার মারাক |
নির্বাচনী এলাকা | রাংসাকোনা |
কাজের মেয়াদ ২০০৩ – ২০০৮ | |
পূর্বসূরী | অ্যাডলফ লুহিতলার মারাক |
উত্তরসূরী | অ্যাডলফ লুহিতলার মারাক |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | [১] | ২২ নভেম্বর ১৯৭১
রাজনৈতিক দল | তৃণমূল কংগ্রেস[২] |
পেশা | রাজনীতিবিদ |
জেনিথ সাংমা রাংসাকোনা আসন থেকে মেঘালয় বিধানসভার বর্তমান বিধায়ক (এমএলএ)। তিনি ২০০৩, ২০১৩,[৩] এবং ২০১৮ সালের নির্বাচনে জয়ী হন।[৪][৫] সাংমা ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত মেঘালয় সরকারের ক্রীড়ামন্ত্রী ছিলেন।[৬] তিনি মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমার ভাই।[৭]