জেনিফার হাডসন | |
---|---|
Jennifer Hudson | |
জন্ম | জেনিফার কেট হাডসন ১২ সেপ্টেম্বর ১৯৮১ |
মাতৃশিক্ষায়তন | ল্যাংস্টন বিশ্ববিদ্যালয় |
পেশা | গায়িকা, অভিনেত্রী, মুখপাত্র |
কর্মজীবন | ২০০৪–বর্তমান |
সঙ্গীত কর্মজীবন | |
ধরন | |
বাদ্যযন্ত্র | ভোকাল |
কার্যকাল | ২০০৬-বর্তমান |
লেবেল | |
ওয়েবসাইট | jenniferhudson |
জেনিফার কেট হাডসন (ইংরেজি: Jennifer Kate Hudson; জন্ম: ১২ সেপ্টেম্বর ১৯৮১) হলেন একজন মার্কিন গায়িকা, অভিনেত্রী ও মুখপাত্র। তিনি ২০০৪ সালে আমেরিকান আইডলের তৃতীয় মৌসুমে ফাইনালিস্ট ও সপ্তম স্থান অধিকার করার পর পরিচিতি লাভ করেন। ড্রিমগার্লস (২০০৬)-এ এফি হোয়াইট চরিত্রে অভিনয় দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়, যার জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে অস্কার, গোল্ডেন গ্লোব, বাফটা ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার অর্জন করেন। পরবর্তীকালে তিনি সেক্স ইন দ্য সিটি (২০০৮), দ্য সিক্রেট লাইফ অব বিজ (২০০৮) ও ব্ল্যাক নেটিভিটি (২০১৩) চলচ্চিত্রে কাজ করেন। ২০১৫ সালে দ্য কালার পার্পল-এর পুনরুজ্জীবিতকরণে শাগ অ্যাভারি চরিত্রে অভিনয় দিয়ে তার ব্রডওয়ে মঞ্চে অভিষেক হয়।
২০১৩ সালে হলিউড ওয়াক অব ফেমে তার নামাঙ্কিত তারকা খচিত হয়। ২০১৭ সাল থেকে হাডসন দ্য ভয়েস ইউকে ও দ্য ভয়েস-এ কোচ হিসেবে কাজ করছেন, এবং তিনি প্রথম নারী কোচ হিসেবে ইউকে সংস্করণ জয় করেন।[১]
হাডসন ১৯৮১ সালের ১২ই সেপ্টেম্বর ইলিনয়ের শিকাগো শহরে জন্মগ্রহণ করেন।[২] তার পিতা স্যামুয়েল সিম্পসন[৩] (মৃ. ১৯৯৯)[৪] এবং মাতা ডারনেল ডোনারসন (৭ নভেম্বর ১৯৫০-২৪ অক্টোবর ২০০৮)।[৫] তিনি তার পিতামাতার তিন সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ। ইঙ্গলউডে তার বাপ্তিস্ম হয়।[৬][৭] তিনি ১৯৯৯ সালে ডানবার ভোকেশনাল হাই স্কুল থেকে পাস করেন।[৮] তিনি হুইটনি হিউস্টন, আরেথা ফ্র্যাঙ্কলিন, ও প্যাটি লাবেল তাকে অনুপ্রাণিত করেছে বলে উল্লেখ করেন।[৯] এছাড়া তিনি মারিয়া কেরিকে তার সঙ্গীতের অনুপ্রেরণা বলে উল্লেখ করেন। ৭ বছর বয়সে তিনি গির্জায় গান পরিবেশনা শুরু করেন এবং তার প্রয়াত মাতামহী জুলিয়ার সহায়তায় কমিউনিটি থিয়েটারে অংশগ্রহণ শুরু করেন।[১০] তিনি ল্যাংস্টন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন কিন্তু গৃহকাতরতা ও আবহাওয়ার সাথে খাপ খাওয়াতে না পারায় এক সেমিস্টার পর বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন এবং কেনেডি-কিং কলেজে ভর্তি হন।[১১]