![]() | ||||
পূর্ণ নাম | জেনোয়া ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাব এস.পি.এ. | |||
---|---|---|---|---|
ডাকনাম | ইল গ্রিফোনে (কল্পিত প্রাণী) ই রসসোব্লু (লাল এবং নীল) ইল ভেচ্চিও বালোর্দো[১] (ওল্ড ফুল) | |||
প্রতিষ্ঠিত | ৭ সেপ্টেম্বর ১৮৯৩[২] | |||
মাঠ | স্তাদিও লুইগি ফেররারিস | |||
ধারণক্ষমতা | ৩৬,৫৯৯[৩] | |||
সভাপতি | ![]() | |||
প্রধান কোচ | ![]() | |||
লিগ | সেরিয়ে আ | |||
২০১৯–২০ | ১৭তম | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
জেনোয়া ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাব এস.পি.এ. (সাধারণত জেনোয়া সিএফসি অথবা শুধুমাত্র জেনোয়া ইতালীয় উচ্চারণ: [ˈdʒɛːnoa] নামে পরিচিত) হচ্ছে জেনোয়া ভিত্তিক একটি ইতালীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইতালির শীর্ষ স্তরের ফুটবল লীগ সেরিয়ে আ-এ খেলে। এই ক্লাবটি ১৮৯৩ সালের ৭ই সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়েছে।[৪] জেনোয়া সিএফসি তাদের সকল হোম ম্যাচ জেনোয়ার স্তাদিও লুইগি ফেররারিসে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩৬,৫৯৯।[৫] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন রোলান্দো মারান এবং সভাপতির দায়িত্ব পালন করছেন এনরিকো প্রেৎজিওসি। ইতালীয় রক্ষণভাগের খেলোয়াড় দোমেনিকো ক্রিশিতো এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
ঘরোয়া ফুটবলে, জেনোয়া সিএফসি এপর্যন্ত ১৭টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৯টি সেরিয়ে আ শিরোপা, ১টি কোপ্পা ইতালিয়া, ৬টি সেরিয়ে বি শিরোপা এবং ১টি সেরিয়ে চি শিরোপা রয়েছে।[৬]
ইতালীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ / নর্দার্ন লীগ / সেরিয়ে আ: