জেমস আর্ল রে | |
---|---|
![]() ১৯৫৮ সালের 8 ই জুলাই রায়ের মগ শট নেওয়া হয়েছিল | |
জন্ম | |
মৃত্যু | ২৩ এপ্রিল ১৯৯৮ | (বয়স ৭০)
পিতা-মাতা | জেমস জেরাল্ড রায় লসিল রে |
দণ্ডাদেশের কারণ | হত্যা, কারাগার থেকে পালানো, সশস্ত্র ডাকাতি, চুরি |
ফৌজদারি দণ্ড | ৯৯ বছরের কারাদণ্ড (মোট ১০০ বছর তার পুনরায় বন্দী হওয়ার পরে এক বছর যোগ করা হয়েছিল) |
বিস্তারিত | |
আক্রান্ত ব্যক্তি | ডাঃ. মার্টিন লুথার কিং জুনিয়র |
তারিখ | ৪ এপ্রিল,১৯৬৮ |
টীকা | |
জেমস আর্ল রে (মার্চ ১০, ১৯২৮ - এপ্রিল ২৩, ১৯৯৮) মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের (civil rights movement) নেতা ডঃ মার্টিন লুথার কিং -এর আততায়ী। তিনি এই অপরাধের জন্য যাবজ্জ্বীবন কারাভোগ করেন।
মার্টিন লুথার কিং আততায়ীর হাতে ১৯৬৮ সালের ৪ এপ্রিল নিহত হন। টেনেসীর মেমফিস নামক জায়গার লরেইন মোটেলের বারান্দায় তিনি গুলিবিদ্ধ হন।
আর্ল রে লুথার হত্যার দু মাস পর ৮ জুন ১৯৬৮ সালে লন্ডনের হিথ্রো বিমান বন্দরে আটক হন। ১০ মার্চ ১৯৬৯ সালে তিনি মার্টিন হত্যা শিকার করেন। বিচারে তার ৯৯ বছরের কারাদন্ড হয়।
১৯৭৭ সারের ১১ জুন জেমস জেলখানা থেকে ছয় জন কয়েদিকে নিয়ে পলায়ন করেন।[২] এবং ১৩ দিনের মধ্যে পুনরায় ধরা পড়েন।
১৯৯৮ সালের ২৩ এপ্রিল জেমস হেপাটাইটিস সি এর কারণে মৃত্যুবরণ করেন।[৩]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |