ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | জেমস ট্রয়সি[১] | ||
জন্ম | [১] | ৩ জুলাই ১৯৮৮||
জন্ম স্থান | রোজ পার্ক, দক্ষিণ অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া | ||
উচ্চতা | ১.৭৬ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি)[২] | ||
মাঠে অবস্থান | আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় / উইঙ্গার | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | মেলবোর্ন ভিক্টরি | ||
জার্সি নম্বর | ১০ | ||
যুব পর্যায় | |||
১৯৯৯–২০০১ | ওয়েস্ট টরেন্স বিরকালা | ||
২০০১–২০০৫ | অ্যাডিলেড সিটি | ||
২০০৫–২০০৭ | নিউক্যাসেল ইউনাইটেড | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৭–২০০৮ | নিউক্যাসেল ইউনাইটেড | ০ | (০) |
২০০৮–২০০৯ | গেনশ্লেরবিরলি | ২৯ | (৬) |
২০০৯–২০১২ | কায়সেরিস্পোর | ৬৪ | (১০) |
২০১২–২০১৪ | আটলান্টা | ৬ | (০) |
২০১৩–২০১৪ | → মেলবোর্ন ভিক্টরি (ধার) | ২৯ | (১২) |
২০১৪ | জুভেন্টাস | ০ | (০) |
২০১৪–২০১৫ | জুলতে ওয়ারেগেম | ২১ | (৫) |
২০১৫ | আল-ইত্তিহাদ | ৮ | (১) |
২০১৬ | লিওনিং উউইন | ৩ | (০) |
২০১৬– | মেলবোর্ন ভিক্টরি | ৪২ | (৯) |
জাতীয় দল‡ | |||
২০০৭–২০০৮ | অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২৩ | ১৩ | (২) |
২০০৮– | অস্ট্রেলিয়া | ৩৭ | (৫) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৮ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক। |
জেমস ট্রয়সি (/ˈtrɔɪsi/ TROY-see;[৩] জন্ম: ৩ জুলাই ১৯৮৮) হলেন একজন অস্ট্রেলীয় পেশাদার ফুটবলার, যিনি এ-লিগ ক্লাব মেলবোর্ন ভিক্টরি এবং অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে একজন আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় অথবা একজন উইঙ্গার হিসেবে খেলেন।
ট্রয়সি দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে জন্মগ্রহণ করেছেন। তার বাবা হচ্ছেন ইতালীয় এবং তার মা হচ্ছেন গ্রিক।[৪][৪]
২০০৭ সালের ১০ই জানুয়ারি তারিখে, ট্রয়সি নিউক্যাসেল ইউনাইটেডের সাথে তার প্রথম পেশাদার চুক্তি স্বাক্ষর করেন। তিনি ২০০৮ সালের জুন মাসে পর্যন্ত উক্ত ক্লাবের হয়ে খেলেন।[৪] তিনি কখনোই নিউক্যাসেলের মূল একাদশের হয়ে খেলতে পারেননি, যদিও তিনি প্রিমিয়ার লিগ এবং উয়েফা কাপের বেশ কয়েকটি ম্যাচে বেঞ্চে ছিলেন।
নং | তারিখ | ভেন্যু | প্রতিপক্ষ | স্কোর | ফলাফল | প্রতিযোগিতা |
---|---|---|---|---|---|---|
১. | ৫ জুন ২০১১ | অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড, অস্ট্রেলিয়া | নিউজিল্যান্ড | ৩–০ | ৩–০ | প্রীতি ম্যাচ |
২. | ৯ জানুয়ারি ২০১৫ | মেলবোর্ন আয়তক্ষেত্রাকার স্টেডিয়াম, মেলবোর্ন, অস্ট্রেলিয়া | কুয়েত | ৪–১ | ৪–১ | ২০১৫ এএফসি এশিয়ান কাপ |
৩. | ৩১ জানুয়ারি ২০১৫ | স্টেডিয়াম অস্ট্রেলিয়া, সিডনি, অস্ট্রেলিয়া | দক্ষিণ কোরিয়া | ২–১ | ২–১ (অ.স.) | ২০১৫ এএফসি এশিয়ান কাপ |
৪. | ২৫ মার্চ ২০১৫ | ফ্রিটজ-ওয়াল্টার-স্তাদিয়ন, কাইসারস্লাউটের্ন, জার্মানি | জার্মানি | ১–১ | ২–২ | প্রীতি ম্যাচ |
৫. | ২৫ জুন ২০১৭ | অতক্রিতিয়ে এরিনা, মস্কো, রাশিয়া | চিলি | ১–০ | ১–১ | ২০১৭ ফিফা কনফেডারেশন্স কাপ |
টেমপ্লেট:মেলবোর্ন ভিক্টরি এফসি দল টেমপ্লেট:২০১৬–১৭ এ-লিগ পিএফএ মৌসুমের সেরা দল