জেমস ম্যাকগিল বিউকানান | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ৯ জানুয়ারি ২০১৩ | (বয়স ৯৩)
জাতীয়তা | মার্কিন |
প্রতিষ্ঠান | জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয় ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় |
কাজের ক্ষেত্র | Public choice |
ঘরানা/গোষ্ঠী/ঐতিহ্য | Constitutional economics |
শিক্ষায়তন | শিকাগো বিশ্ববিদ্যালয় টেনেসি বিশ্ববিদ্যালয় মিডল টেনেসি স্টেট বিশ্ববিদ্যালয় |
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেন | Frank Knight Knut Wicksell Ludwig von Mises |
যাদের প্রভাবিত করেছেন | Elinor Ostrom |
অবদানসমূহ | Public choice theory Logrolling |
পুরস্কার | অর্থনীতিতে নোবেল পুরস্কার (১৯৮৬) |
Information at IDEAS / RePEc |
জেমস ম্যাকগিল বিউকানান জুনিয়র (/bjuːˈkænən/;জন্ম: ৩ অক্টোবর ১৯১৯ - ৯ জানুয়ারি ২০১৩ [১]) একজন মার্কিন অর্থনীতিবিদ। [২] তিনি ১৯৮৬ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন। [৩]
বিউকানান মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটি হতে ১৯৪০ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৪১ সালে ইউনিভার্সিটি অফ টেনেসি হতে মাস্টার্স এবং ১৯৪৮ সালে ইউনিভার্সিটি অফ শিকাগো হতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
বিউকানান দীর্ঘ সময় ধরে জর্জ মেসন বিশ্ববিদ্যালয় এ অধ্যাপনা করেন। তিনি ভার্জিনি স্কুল অফ পলিটিকাল ইকনমি-তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া তিনি ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া (এখানে টমাস জেফারসন সেন্টার স্থাপন করেন), ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া অ্যাট লস অ্যাঞ্জেলেস, ফ্লরিডা স্টেট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ টেনেসি, এবং ভার্জিনিয়া পলিটেকনিক ইন্সটিটিউটে শিক্ষকতা করেছেন।
অর্থনীতিতে বিউকানানের অবদান হলো লগ-রোলিং, তথা আইন পাস ও অর্থনৈতিক সুবিধা অর্জনের জন্য রাজনীতিবিদদের একজন-অন্যকে সাহায্য করার প্রথার উপরে বিশ্লেষণ ও তত্ত্ব প্রদান করা।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |