ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | জেমিসুয়াভ আদাম ফ্রানকোভস্কি | ||
জন্ম | ১২ এপ্রিল ১৯৯৫ | ||
জন্ম স্থান | গদানস্ক, পোল্যান্ড | ||
উচ্চতা | ১.৭৫ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | লঁস | ||
জার্সি নম্বর | ২৯ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:৪৭, ২৬ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
জেমিসুয়াভ আদাম ফ্রানকোভস্কি (পোলীয়: Przemysław Frankowski, পোলীয় উচ্চারণ: [pʃɛmˈɨswaf fraŋkˈɔfski]; জন্ম: ১২ এপ্রিল ১৯৯৫; জেমিসুয়াভ ফ্রানকোভস্কি নামে সুপরিচিত) হলেন একজন পোলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ফরাসি ক্লাব লঁস এবং পোল্যান্ড জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় অথবা ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১১ সালে, ফ্রানকোভস্কি পোল্যান্ড অনূর্ধ্ব-১৬ দলের হয়ে পোল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় পাঁচ বছর যাবত পোল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৮ সালে পোল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; পোল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২৭ ম্যাচে ১টি গোল করেছেন।
জেমিসুয়াভ আদাম ফ্রানকোভস্কি ১৯৯৫ সালের ১২ই এপ্রিল তারিখে পোল্যান্ডের গদানস্কে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
ফ্রানকোভস্কি কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য ২০২২ সালের ১০ই নভেম্বর তারিখে ঘোষিত পোল্যান্ডের ২৬ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছেন।[১][২]
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
পোল্যান্ড | ২০১৮ | ৪ | ০ |
২০১৯ | ৬ | ১ | |
২০২১ | ১২ | ০ | |
২০২২ | ৫ | ০ | |
সর্বমোট | ২৭ | ১ |
পোলীয় ফুটবল সম্পর্কিত জীবনী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |