জেমুনু ওয়াচ | |
---|---|
সক্রিয় | ৭ ডিসেম্বর ১৯৬২ - বর্তমান |
দেশ | শ্রীলঙ্কা |
শাখা | শ্রীলঙ্কা সেনাবাহিনী |
ধরন | পদাতিক বাহিনী |
ভূমিকা | পদাতিক যুদ্ধ |
আকার | ২০টি ব্যাটেলিয়ন |
রেজিমেন্ট কেন্দ্র | কুরুউইতা, রত্নাপুরা |
কুচকাত্তয়াজ | হাইল্যান্ড ল্যাডি |
বার্ষিকী | ৭ ডিসেম্বর (রেজিমেন্ট দিবস) |
যুদ্ধসমূহ | শ্রীলঙ্কার গৃহযুদ্ধ |
কমান্ডার | |
কেন্দ্র অধিনায়ক | ব্রিগেডিয়ার বা কোনো কোনো সময়ে কর্নেল |
রেজিমেন্টের কর্নেল | মেজর জেনারেল বা লেঃ জেনারেল |
জেমুনু ওয়াচ হচ্ছে শ্রীলঙ্কা সেনাবাহিনীর একটি পদাতিক রেজিমেন্ট। এই রেজিমেন্টটি ১৯৬২ সালে গঠিত হয়। ব্রিটিশ সেনাবাহিনীর ব্ল্যাক ওয়াচ (রয়্যাল রেজিমেন্ট অব স্কটল্যান্ড)-এর সাহায্য নিয়ে এই রেজিমেন্ট গঠিত হয়েছিলো। ১৯৬২ সালের ৭ ডিসেম্বর এই রেজিমেন্টের প্রথম ব্যাটেলিয়নের অধিনায়ক হন লেঃ কর্নেল তিচ্ছা বীরতুঙ্গ যিনি পরে জেনারেল এবং শ্রীলঙ্কা সেনাবাহিনীর কমান্ডার হয়েছিলেন। এই রেজিমেন্টের ব্যাটেলিয়নগুলোতে হাইল্যান্ডার্স বলা হয়।[১]