জেরি এডামস টিডি জিয়ারয়েড ম্যাক আধাইম | |
---|---|
শিন ফেইনের সভাপতি | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১৩ নভেম্বর, ১৯৮৩ | |
পূর্বসূরী | রুয়াইরি ও ব্রাদাই |
টীচতা দালা | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২০১১ | |
পূর্বসূরী | আর্থার মর্গ্যান |
নির্বাচনী এলাকা | লৌথ |
বেলফাস্ট ওয়েস্টর সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১ মে, ১৯৯৭ – ২৬ জানুয়ারি, ২০১১ | |
পূর্বসূরী | জো হেনড্রোন |
উত্তরসূরী | পল মেসকী |
সংখ্যাগরিষ্ঠ | ১৭,৭৫৯ (৫৪.৭%) |
কাজের মেয়াদ ৯ জুন, ১৯৮৩ – ৯ এপ্রিল, ১৯৯২ | |
পূর্বসূরী | জেরি ফিট |
উত্তরসূরী | জো হেনড্রোন |
সংখ্যাগরিষ্ঠ | ১৬,৮৬২ (৪১.১%) |
গণপরিষদের সদস্য | |
কাজের মেয়াদ ২৫ জুন, ১৯৯৮ – ৭ ডিসেম্বর, ২০১০ | |
পূর্বসূরী | সংসদীয় আসন সৃষ্ট |
উত্তরসূরী | প্যাট শীহেন |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | বেলফাস্ট, উত্তর আয়ারল্যান্ড | ৬ অক্টোবর ১৯৪৮
জাতীয়তা | আইরিশ[১][২] |
রাজনৈতিক দল | শিন ফেইন |
দাম্পত্য সঙ্গী | কোলেতে ম্যাকআর্দলি |
সন্তান | ৩ |
ধর্ম | রোমান ক্যাথলিক |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
জেরার্ড জেরি এডামস (ইংরেজি: Gerard Gerry Adams; জন্ম: ৬ অক্টোবর, ১৯৪৮) উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে জন্মগ্রহণকারী আইরিশ রাজনীতিবিদ। তিনি শিন ফেইন নামীয় রাজনৈতিক দলের বর্তমান সভাপতি। দলটি উত্তর আয়ারল্যান্ডকে আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের সাথে সংযুক্তির লক্ষ্যে আন্দোলন করছে। তিনি বেলফাস্টের উত্তর আয়ারল্যান্ডের আইনসভা ও বেলফাস্ট ওয়েস্ট থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে ব্রিটিশ কমন্স সভায় প্রতিনিধিত্ব করছেন। কিন্তু তিনি সংসদে যান না। কারণ তিনি মনে করেন, ব্রিটেনের উত্তর আয়ারল্যান্ডের উপর নিয়ন্ত্রণ ভার গ্রহণ করার অধিকার নেই।
জেরি এডামস পশ্চিম বেলফাস্টে জন্মগ্রহণ করেন। তার চার ভাই এবং পাঁচ বোন রয়েছে। তার পিতা-মাতা জেরি এডামস, সিনিয়র এবং অ্যানি হান্নাওয়ে রিপাবলিকান ছিলেন। তার চাচা ডোমিনিক এডামস ১৯৪০ এর দশকের মধ্যভাগে আইআরএ'র উচ্চ পর্যায়ের নেতা ছিলেন; তবে অনেকেই মনে করেন তিনি প্রধান ছিলেন।[৩] মা অ্যানি হান্নাওয়ে আইআরএ'এর নারী শাখা 'কুমান না এমবানের' সদস্য ছিলেন।
আইরিশ রিপাবলিকান মুভমেন্ট বা প্রাদেশিক আন্দোলনের মুখপাত্র হিসেবে কাজ করছেন জেরি এডামস। এ আন্দোলনের সাথে শিন ফেইন এবং আইআরএ জড়িত রয়েছে। তন্মধ্যে আইআরএ'কে যুক্তরাজ্য সরকার এবং আয়ারল্যান্ড প্রজতান্ত্র অবৈধ দল হিসেবে ঘোষণা করেছে। কারণ আইআরএ একটি সন্ত্রাসবাদী দল হিসেবে আখ্যায়িত। এডামসকে যুক্তরাজ্যের বিপক্ষে যুদ্ধে আইআরএ'এর মদদদাতা হিসেবে মনে করা হয়।
১৯৮০-এর দশকের শেষার্ধে এডামস খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে উত্তর আয়ারল্যান্ডের শান্তি প্রক্রিয়ায় জড়িত আছেন। সোশ্যাল ডেমোক্রেটিক এন্ড লেবার পার্টি'র প্রধান জন হিউমের সাথে তার প্রথম স্বাক্ষাতের মাধ্যমে এ গুরুত্ব অর্জন। এরপর তিনি আইরিশ এবং ব্রিটিশ সরকারসহ অন্যান্যদের সাথে যোগাযোগ রক্ষা করেন। ১৯৯৫ সালে আইআরএ যুদ্ধ বন্ধ রাখে। পরবর্তীকালে ২০০৫ সালে আইআরএ ঘোষণা করে যে যুদ্ধ শেষ হয়ে গেছে।
জেরি এডামস বারবারই বলে আসছেন যে তিনি কখনো প্রভিশনাল আইরিশ রিপাবলিকান আর্মি বা আইআরএ’র সাথে সম্পৃক্ত ছিলেন না কিংবা এর সদস্য নন।[৪] কিন্তু এড মোলোনি, পিটার টেলর, মার্ক আরবান প্রমূখ লেখক এবং ইতিহাসবিদ রিচার্ড ইংলিশ - সকলেই একবাক্যে ১৯৭০ এর দশক থেকে আইআরএ নেতৃত্বের সাথে এডামসের ঘনিষ্ঠ যোগাযোগের কথা বলেছেন।[৫][৬][৭][৮] কিন্তু এডামস এড মোলোনি'র বক্তব্যকে অস্বীকার করেছেন ও তাদেরকে 'ঈর্ষাপরায়ণ' বলেছেন।[৯] ২৯ সেপ্টেম্বর, ২০১২ সালে মধ্য-ডানপন্থী ফাইন গেইল রাজনৈতিক দলের নৈশভোজনে তাওসচি এন্ডা কেনি এডামসকে শুধুমাত্র আইআরএ সদস্য বলেই ক্ষান্ত হননি; বরং আর্মি কাউন্সিলের সদস্য হিসেবেও উল্লেখ করেন। তিনি এডামসকে 'অবশ্যই তা সত্য' বলে ঘোষণা দেয়ার আহ্বান জানান।[১০]
যুক্তরাজ্যের সংসদ (১৮০১–বর্তমান) | ||
---|---|---|
পূর্বসূরী Joe Hendron |
Member of Parliament for Belfast West 1997–2011 |
উত্তরসূরী Paul Maskey |
Northern Ireland Assembly | ||
নতুন সৃষ্টি | Member of the Legislative Assembly for Belfast West 1998–2010 |
উত্তরসূরী Pat Sheehan |
Oireachtas | ||
পূর্বসূরী Arthur Morgan |
Teachta Dála for Louth 2011–present |
নির্ধারিত হয়নি |
পার্টির রাজনৈতিক কার্যালয় | ||
পূর্বসূরী Joe Cahill Dáithí Ó Conaill |
Vice-President of Sinn Féin 1978–1983 যৌথভাবে: Joe Cahill, Dáithí Ó Conaill |
উত্তরসূরী Phil Flynn |
পূর্বসূরী Ruairí Ó Brádaigh |
President of Sinn Féin 1983–বর্তমান |
নির্ধারিত হয়নি |