জেরেমি লালরিন্নুংগা

জেরেমি লালরিন্নুংগা
ব্যক্তিগত তথ্য
জাতীয়তাভারতীয়
জন্ম (2002-10-26) ২৬ অক্টোবর ২০০২ (বয়স ২২)
আইজল, মিজোরাম, ভারত
ক্রীড়া
দেশভারত
ক্রীড়াভারোত্তোলন
বিভাগ৬২ কেজি
প্রশিক্ষকবিজয় শর্মা/ জারজোকিমা
সাফল্য ও খেতাব
ব্যক্তিগত সেরা২৯৯ কেজি
পদকের তথ্য
পুরুষদের ভারোত্তোলন
 ভারত-এর প্রতিনিধিত্বকারী
যুব অলিম্পিক গেমস
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০১৮ যুব অলিম্পিক,আর্জেন্টিনা পুরুষদের ৬২ কেজি


স্বর্ণ পদক - প্রথম স্থান ২০১৯ এশিয়ান যুব এবং জুনিয়র ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপ পুরুষদের ৬৭ কেজি
কমনওয়েলথ গেমস
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০২২ বার্মিংহ্যাম পুরুষদের ৬৭ কেজি

জেরেমি লালরিন্নুংগা একজন ভারতীয় ভারোত্তোলক যিনি, যুব অলিম্পিকে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জয় করেন ২০১৮ সালের অক্টোবরে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স-এ অনুস্ঠিত তৃতীয় যুব অলিম্পিক প্রতিযোগিতায় পুরুষদের ৬২ কেজি বিভাগে[]

প্রাথমিক ও ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

জেরেমির জন্ম ২০০২ সালের ২৬শে অক্টোবর মিজোরাম-এর আইজল-এ। তার পিতা লালনেইথুলাংগা, বক্সিং-এ, জাতীয় পর্যায়ের ৬ বারের চ্যাম্পিয়ন এবং মাতা লালমুয়ানপুই একজন গৃহবধূ। এছাড়াও তার পরিবারে রয়েছেন আরো ৪ ভাই। প্রথমে ৮ বছর অবধি, জেরেমি পিতার পদাঙ্ক অনুসরণ করে, বক্সিং আরম্ভ করেন, কিন্তু তার পরে আইজলের সেই আকাদেমি বন্ধ হয়ে গেলে, তিনি ভারোত্তোলন শুরু করেন। প্রথম কোচ মালসাওমা-র অধীনে তিনি বাঁশ এবং জলের পাইপ দিয়ে ভারোত্তোলন শুরু করেন। ৮মাস ট্রেনিং করার পরে, তিনি পুণের আর্মি স্পোর্টস ইনস্টিটিউট-এ নির্বাচিত হন ট্রেনিং-এর জন্যে। এখানে খুব ভালো ফলাফল করার পরে, তিনি পাতিয়ালা-র জাতীয় ক্যাম্পে নির্বাচিত হন[]

কেরিয়ার

[সম্পাদনা]

এএসআই-তে কোচ জারজোকিমার অধীনে প্রশিক্ষিত হয়ে ২০১৬ সালে পাটনার সাব-জুনিয়র প্রতিযোগিতায় স্বর্ণ পদক জিতে প্রথম জাতীয় রেকর্ড স্থাপন করেন ১৯৮ কেজি (৯০+১০৮, ক্লিন এবং জার্ক-এ) উত্তোলন করে। একই বছরে জেরেমি মালয়েশিয়ায় বিশ্ব যুব ওয়েটলিটিং চ্যাম্পিয়নশিপে ২৩৫ কেজি উত্তোলন করে রৌপ্য পদক জেতেন। উজবেকিস্তানের এশীয় যুবা ও জুনিয়র চ্যাম্পিয়নশিপে এই বছরের গোড়ার দিকে, তিনি যুব বিভাগে রৌপ্য জিতেছিলেন। যুব অলিম্পিকের ট্রায়ালে জেরেমি ২৭৩ কেজি উত্তোলন করে জুনিয়র জাতীয় রেকর্ড গড়েন।

আন্তর্জাতিক প্রতিযোগিতার কালানুক্রমিক বিবরণ

[সম্পাদনা]

স্পন্সর

[সম্পাদনা]

জেরেমি ভারত সরকারের টপ আথলিট স্কিমের অন্তর্গত একজন খেলোয়াড়। ২০২৪ সালের অলিম্পিকের জ ন্যে তাকে একজন উজ্জ্বল সম্ভাবনা বলে মনে করা হচ্ছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]