কমন ইয়ালো ব্রেস্টেড ফ্ল্যাট Common Yellow-breasted Flat | |
---|---|
ডানা খোলা অবস্থায় | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | Arthropoda |
শ্রেণী: | Insecta |
বর্গ: | Lepidoptera |
পরিবার: | Hesperiidae |
গণ: | Gerosis |
প্রজাতি: | G. bhagava |
দ্বিপদী নাম | |
Gerosis bhagava (Moore, 1865) | |
প্রতিশব্দ | |
|
কমন ইয়ালো ব্রেস্টেড ফ্ল্যাট (বৈজ্ঞানিক নাম: Gerosis bhagava(Moore,1866)) এক প্রজাতির মাঝারী আকারের প্রজাপতি যার শরীর ও ডানা কালচে বাদামী রঙের হয়। এরা ‘হেসপেরায়িডি’ গোত্রের এবং ‘পায়রজিনি’ উপগোত্রের সদস্য।[১][২]
প্রসারিত অবস্থায় কমন ইয়ালো ব্রেস্টেড ফ্ল্যাট এর ডানার আকার ৩৫-৪৫ মিলিমিটার দৈর্ঘ্যের হয়।[১]
ভারতে প্রাপ্ত কমন ইয়ালো ব্রেস্টেড ফ্ল্যাট এর উপপ্রজাতিসমূহ হল-[৩]
এই প্রজাতি ভারত এর সিকিম থেকে অরুনাচল প্রদেশ, নেপাল, ভূটান, বাংলাদেশ[৪] এবং মায়ানমার এর বিভিন্ন অঞ্চলে দেখা যায়।[১]