জেসিকা বিয়েল | |
---|---|
জন্ম | জেসিকা ক্লেইরি বিয়েল[১] মার্চ ৩, ১৯৮২ |
শিক্ষা | ফেয়ারভিউ হাইস্কুল |
মাতৃশিক্ষায়তন | টাফটস বিশ্ববিদ্যালয় |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৯৪-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | জাস্টিন টিম্বারলেক (বি. ২০১২) |
সন্তান | ১ |
জেসিকা ক্লেইরি টিম্বারলেক (née বিয়েল; জন্ম মার্চ ৩, ১৯৮২)[৩][৪] যিনি পেশাগত ভাবে "'জেসিকা বিয়েল"' নামে অধিক পরিচিত একজন মার্কিন অভিনেত্রী। বিয়েল একজন গায়িকা হিসেবে তার কর্মজীবন আরম্ভ করেন। তারপর তিনি মেরি ক্যামডেন চরিত্রে একটি পারিবারিক ধারাবাহিক নাটকের সিরিজে সেভেন্থ হেভেন , এ অভিনয় করে পরিচিতি লাভ করেন। এ ধারাবাহিকটি ছিল টেলিভিশনের ইতিহাসে সম্প্রচার করা সবচেয়ে দীর্ঘ পারিবারিক ধারাবাহিক নাট্য সিরিজ।[৫]
১৯৯৭ সালে তিনি চলচ্চিত্র উৎসবে "সেরা অভিনেত্রী" মনোনিত হন(সেরা অভিনয় এবং কম বয়সি অভিনেত্রী হিসেবে।) ইউলি'স গোল্ড এ তার চরিত্রের কারণে। বিয়েল অনেক চলচ্চিেত্র নানা আকর্ষনীয় চরিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে দি রুলস অব অ্যাট্রাকশন (২০০২), দি টেক্সাস চেইন স ম্যাসাকার (২০০৩), ব্লেড: ট্রিনিটি (২০০৪), স্টেলথ (২০০৫), আই নাউ প্রনাউনস ইউ চাক এন্ড ল্যারি (২০০৭), দি এ-টিম (২০১০) এবং টোটাল রি-কল (২০১২) উল্লেখযোগ্য।
বিয়েল ৩ মার্চ,১৯৮২ তে জন্মগ্রহণ করেন ইলেহ ,মিনিসোটায়। মা কিম্বার্লি (née Conroe), একজন গৃহকর্মী , বাবা জনাথন বিয়েল একজন ইলেকট্রিক কর্মী ছিলেন। [৬] ছোটকালে বিয়েলের পরিবার টেক্সাস এ গমন করে সেখানে তার চূড়ান্ত প্রতিষ্ঠিত হওয়ার আগে। যেখানে সে ফেয়াওয়েল হাইস্কুল এ পড়াছিল। সেখানে থাকাকালীন তিনি ফুটবল খেলতেন [৭] এবং জিমন্যাস্টিকস এর প্রশিক্ষণ নিয়েছিেলন। ২০০০-২০০২ সালে তিনি টাফটস বিশ্ববিদ্যালয়ে পড়েছিেলন।[৮]
বিয়েল গায়ক হওয়ার জন্য অনেক প্রচেষ্টা চালিয়েছিল। তার বয়স যখন ৯ তখন তার স্থানীয় শহরে
কিছু গানের প্রোডাকশন হাউজে তিনি ভর্তি হয়েছিল। গুরুত্বপূর্ণ কিছু কাজ করেছিেলন সেখানে। যেমন: Annie, The Sound of Music, and Beauty and the Beast.[৯] ১১ বছর বয়সে তিনি একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যেটি আয়োজন করেছিল দি ইন্টারন্যাশনাল মডেলিং ও ট্যালেন্ট এ্যসোসিয়েশনস। লসএঞ্জেলেসে তিনি একজন পেশাদার মডেলিং প্রযোজক এর সহচার্যে এসেছিলেন।[১০] তিনি কিছু কাগজের বিজ্ঞাপনে কাজ করেছিলেন এবং পরে কিছু বাণিজ্যিক পন্যের বিজ্ঞাপন কাজ করেছিলেন। যেমন:ডিউলাক্স পেইন্ট এবং প্রিনগেলস.[৬] চলচ্চিত্র জগতে প্রবেশের আগে তিনি ইটস এ ডিজিটাল ওয়ার্ল্ড, এ ভুমিকা রাখে যা প্রযোজনা এবং পরিচালনা করেছিলেন পল গ্রিনবার্গ। ১৪ বছর বয়সে তিনি ম্যারি ক্যামডেন চরিত্রে অভিনয় করেন।
তিনি চলচ্চিত্রে পদাপর্নের পর পিটার ফোন্ডা চরিত্রে একজন নাতনীর ভূমিকায় অংশগ্রহণ করেন ইউলিস গোল্ড নামক সিরিজে। যেটা ১৯৯৭ এ বের হয়েছিল। তার এই চরিত্র তাকে কম বয়সী শিল্পীর খেতাব এনে দিয়েছিল।[১১] ১৯৯৮ এর বসন্তে তিনি সেভেনথ হেভেন এর কাজ থেকে বিরতি নেন এবং একটি চলচ্চিত্রে অভিনয় করেন।[৯] বিয়েল ২০০০ সালে গিয়ার নামক একটি ম্যাগাজিনের জন্য নগ্ন পোজ দিয়েছিলেন যখন কিনা তার বয়স ১৭ বছর । তখন "সেভেনথ হেভেন" এর প্রযোজক গিয়ার ম্যাগাজিনের বিরুদ্বে আইনগত ব্যবস্থা নিয়েছিলো।[৯] ২০০১-এ বাস্কেটবল ভিত্তিক চলচ্চিত্র সামার ক্যাচ এ তিনি অভিনয় করেছিলেন। ২০০২ সালে তিনি কলেজ ছাত্রীর ভূমিকায় "দ্যা রুল অফ এ্যাট্রাকসন" চলচ্চিত্রে অভিনয় করেন। অনেক মিশ্র অবিভ্যক্তি থাকা সত্বেও ছবিটি বক্স অফিসে সাড়া জাগিয়ে ছিল। [১২][১৩]
বিয়েল তার প্রথম মূখ্য চরিত্রে অভিনয করেন "দি টেক্সাস চেইন স ম্যাসাগার" ২০০৩ চলচ্চিত্রে। [১৪] কিন্তু এই চলচ্চিত্রে স্থানীয়দের ব্যাপক প্রতিক্রিয়া থাকা সত্বেও বাণিজ্যিক সাফল্য এনেছিল। প্রথম সপ্তাহে এটি ৮০$ মিলিয়ন ডলার আয় করেছিল। [১৫] ২০০৩-এ তিনি "ব্লেড" চলচ্চিত্র সিরিজে অভিনয় করেন। "ব্লেড:ট্রিনিটি" চলচ্চিত্রেও তিনি অভিনয় করেন। স্থানীয় প্রতিক্রিয়া সত্বেও এটি বিশ্বব্যাপি ১৫০$ মিলিয়ন ডলার আয় করে।[১৬] ২০০৪- এ তিনি অস্ট্রেলিয়া গিয়েছিলেন স্টেলথ ছবির শুটিং করতে।[১৭] ২০০৪ এ তিনি "সেলুলার" চলচ্চিত্রেও অভিনয় করেন। ২০০৫-এ তিনি "এলিজাবেথ টাউন","ইন্ডি" এবং "লন্ডন" চলচ্চিত্রে অভিনয় করেন। ২০০৫-এ , ইসকুইরী ম্যাগাজিন তারঁ নাম দেয় "সেরা জীবিত আবেদনময়ী মহিলা"। ২০০৭-এ স্টাফ" ম্যগাজিন তাকে তাঁদের সেরা ১০০ এ ১ নম্বর মনোনীত করে।[১৮]
২০০৮-এ তিনি "ইজি ভার্চু" চলচ্চিত্রে অভিনয় করেন। ছবিটি ২০০৮-এ টরেন্টো আন্তজার্তিক চলচ্চিত্র উৎসব এ যায়।[১৯]
২০০৯-এ তিনি তাঁর কন্ঠ ধার দেযন প্লানেট ৫১ চলচ্চিত্রে । যেটি কিনা বৈজ্ঞানিক কাহিনী নির্ভর চলচ্চিত্র ছিলো। ২০১০-এ বিয়েল ভ্যালেন্টাইন'স ডে এবং এ-টিম চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১১-এ তিনি নিউ ইয়ার'স ইভ চলচ্চিত্রে অভিনয় করেন।[২০] ২০১২ সালে পুনরায় তৈরি করা ১৯৯০ এর ছবি টোটাল রিকল চলচ্চিত্রেও অভিনয় করেন।
বিয়েল এবং এ্যাডাম লাভোর্গনা এর মধ্যে সম্পর্ক ছিল। ২০০৭-এ বিয়েল জাস্টিন টিম্বারলেক-এর সঙ্গে সম্পর্ক শুরু করেন। [২১] তাঁরা ২০১১ সালে বাগদান সম্পূর্ণ করেন এবং ২০১২ সালের ১৯ই অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[২২]
বছর | শিরোনাম | চরিত্র | ব্যাখ্যা |
---|---|---|---|
1994 | It's a Digital World[২৩] | Regrettal | Debut |
1997 | Ulee's Gold | Casey Jackson | |
1998 | I'll Be Home for Christmas | Allie | |
2001 | Summer Catch | Tenley Parrish | |
2002 | The Rules of Attraction (film) | Lara Holleran | |
2003 | The Texas Chainsaw Massacre (2003 film) | Erin Hardesty | |
2004 | Cellular | Chloe | |
2004 | Blade: Trinity | Abigail Whistler | |
2005 | Stealth | Lieutenant Kara Wade | |
2005 | Elizabethtown | Ellen Kishmore | |
2005 | London | London | |
2006 | The Illusionist (2006 film) | Duchess Sophie von Teschen | |
2006 | Home of the Brave | Vanessa Price | |
2007 | Next | Liz Cooper | |
2007 | I Now Pronounce You Chuck and Larry | Alex McDonough | |
2008 | Hole in the Paper Sky[২৪] | Karen Watkins | Short, also executive producer |
2008 | Easy Virtue | Larita Whittaker | |
2009 | Planet 51 | Neera (voice) | |
2009 | Powder Blue | Rose-Johnny | |
2010 | Valentine's Day | Kara Monahan | |
2010 | The A-Team (film) | Capt. Charisa Sosa | |
2011 | New Year's Eve | Tess | |
2012 | Total Recall | Melina | |
2012 | The Tall Man | Julia Denning | |
2012 | Playing for Keeps | Stacie | |
2012 | Hitchcock | Vera Miles | |
2013 | The Truth About Emanuel | Linda | |
2015 | Accidental Love | Alice Eckle | |
2015 | Bleeding Heart | May | |
2016 | The Devil and the Deep Blue Sea | Penny | Post-production; also producer |
2016 | A Kind of Murder | Clara Stackhouse | Post-production |
2016 | Spark | Vix (voice) | Filming |
বছর | শিরোনাম | চরিত্র | ব্যাখ্যা |
---|---|---|---|
1996–2003, 2006 | 7th Heaven | Mary Camden | 136 episodes |
2005 | Family Guy | Brooke (voice) | Episode: "Brian the Bachelor" |
2009 | Saturday Night Live | Jessica Rabbit | Episode: "Dwayne Johnson/Ray LaMontagne" |
2014 | New Girl | Kat | Episode: "The Last Wedding" |
বছর | গান | শিল্পী | ব্যাখ্যা |
---|---|---|---|
2001 | "Fly Away from Here" | Aerosmith |
<ref>
ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "book1" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে
<ref>
ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "Birth" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে
And then, in February, she grabbed the tabloid brass ring for reportedly nabbing the world’s most eligible bachelor, Justin Timberlake. The couple announced in March 2011 when they officially split, following a brief ski trip to Telluride, Colorado.
I went home for one day, unpacked, repacked and went to Australia.
Both actresses were romantically linked to Justin Timberlake during the beginning of 2007