জেসিকা মর্ডেন

দাপ্তরিক প্রতিকৃতি, ২০১৮

জেসিকা এলিজাবেথ মর্ডেন (জন্ম ২৯ মে ১৯৬৮) একজন ব্রিটিশ রাজনীতিবিদ যিনি ২০০৫ সাল থেকে নিউপোর্ট ইস্টের সংসদ সদস্য (এমপি) হিসেবে দায়িত্ব পালন করছেন। লেবার পার্টির একজন সদস্য, তিনি ১৯৯৯ থেকে সংসদে তার নির্বাচন পর্যন্ত ওয়েলশ শ্রমের সাধারণ সম্পাদক ছিলেন।

মর্ডেন ২০০৫ সালে নিউপোর্ট ইস্টের জন্য লেবার পার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত হন সর্ব-মহিলা বাছাই তালিকা পদ্ধতিতে।[] তিনি সাউথ ইস্ট ওয়েলসে ৬,৮০০ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রথম মহিলা এমপি হিসেবে নির্বাচিত হন।

মর্ডেন দ্য ইয়াং পিপলস ট্রাস্ট ফর দ্য এনভায়রনমেন্টের নয়জন প্রেসিডেন্টের একজন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Thrilled to win right to fight for city seat"South Wales Argus। ২১ ফেব্রুয়ারি ২০০৫। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১০ 
  2. "Our Team | Presidents, Trustees and Staff"Young People's Trust For the Environment