জেসিকা মিচিবাতা | |
---|---|
![]() ২০১২ সালে | |
জন্ম | জেসিকা সেলেস্ট গনজালেজ আলমাদা ২১ অক্টোবর ১৯৮৪ ফুকুই, জাপান |
দাম্পত্য সঙ্গী |
|
সন্তান | ১ |
মডেলিং তথ্য | |
উচ্চতা | ১.৭৩ মিটার (৫ ফুট ৮ ইঞ্চি)[২] |
জেসিকা মিচিবাতা (জন্ম ২১ অক্টোবর ১৯৮৪) [৩] একজন জাপানি ফ্যাশন মডেল। তিনি আই লাভ বিয়িং মি এর লেখক, স্ব-স্বীকৃতি সম্পর্কে একটি বই। [৪]
মিচিবাতা জাপানের ফুকুই প্রশাসনিক অঞ্চলের একজন জাপানি মা এবং স্পেনীয় ও ইতালীয় বংশোদ্ভূত আর্জেন্টিনীয় বাবার কাছে জন্মগ্রহণ করেন। [৫]
মিচিবাতা [৬] ব্রিটিশ ফর্মুলা ওয়ান ড্রাইভার জেনসন বাটনকে বিয়ে করেছিলেন। তারা ডিসেম্বর ২০১৪ সালে হাওয়াইতে বিয়ে করেছিল [৭] বিয়ের এক বছর পর তাদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। [৬]
বর্তমানে মিচিবাতা বিয়ে করেছেন চলচ্চিত্র প্রযোজক কেন কাওকে। [৮] তিনি ২৫ অক্টোবর ২০১৭ সালে তাদের একমাত্র সন্তানের জন্ম দেন। [৯]