জেসিয়া ইসলাম

জেসিয়া ইসলাম
জন্ম
ঢাকা, বাংলাদেশ
শিক্ষাসাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ (এ-লেভেল)
পেশামডেল
উপাধিমিস বাংলাদেশ ২০১৭
সুন্দরী প্রতিযোগিতায় শিরোপাধারী
সংস্থাঅন্তর শোবিজ- ওমিকন এন্টারটেনমেন্ট
চুলের রংকালো
চোখের রংকালো
প্রধান
প্রতিযোগিতা
মিস বাংলাদেশ ২০১৭ (বিজয়ী)
মিস ওয়ার্ল্ড ২০১৭ (সেরা ৪০)

জেসিয়া ইসলাম হচ্ছেন একজন বাংলাদেশের মডেল এবং ২০১৭ সালের মিস বাংলাদেশ সুন্দরী প্রতিযোগিতার মুকুটধারী।[] তিনি ১৮ নভেম্বর চীনের সানাইয়া শহরে অনুষ্ঠেয় ৬৭ তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করেন।[][]

প্রাথমিক জীবন এবং শিক্ষা

[সম্পাদনা]

জেসিয়া ইসলাম ১৯৯৭ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন এবং একজন মডেল হিসেবে কাজ করেন। তার বাড়ি ঢাকায়।

মিস বাংলাদেশ খেতাব

[সম্পাদনা]

২৯ সেপ্টেম্বরে ঢাকায় আয়োজিত “লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭ এর চূড়ান্ত পর্বে বিজয়ী হিসেবে জান্নাতুল নাঈমের নাম ঘোষণা করা হয়। ঘোষণার পর থেকেই শুরু হয় বিতর্কের। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে চলে নানা জল্পনা-কল্পনা। চূড়ান্ত রায়ের পর জানা যায় জান্নাতুল নাঈম এভ্রিল বিবাহিত। ২০১৩ সালে ২১ মার্চ বিয়ে করেন জান্নাতুল নাঈম। আড়াই মাস সংসারের পর তার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। প্রতিযোগিতার নিয়মে রয়েছে, বিবাহিত কেউ মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবেন না। ফলে ঘোষিত বিজয়ীকে নিয়ে বিতর্ক ছড়ায়।[]

পরবর্তীতে প্রতিযোগিতার পাঁচ দিন পর, প্রতিযোগিতায় দ্বিতীয়-স্থান অধিকার করা জেসিয়া ইসলামকে “মিস ওয়ার্ল্ড বাংলাদেশ” হিসেবে ঘোষণা দেওয়া হয়। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায়, তিনি ষষ্ঠ গ্রুপে হেড টু হেড চ্যালেঞ্জ পর্বে বিজয়ী হন ও শীর্ষ ৪০-এ জায়গা অর্জন করেন।[]

চলচ্চিত্র তালিকা

[সম্পাদনা]
বছর চলচ্চিত্র চরিত্র পরিচালক সহশিল্পী টীকা
২০২৩ এম আর-৯: ডু অর ডাই এজেন্ট আসিফ আকবর এবিএম সুমন প্রথম চলচ্চিত্র[]
২০২৩ দরদ Not yet released অতিথি শিল্পী অনন্য মামুন শাকিব খান []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "এবার 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ' জেসিয়া"। প্রথম আলো। 
  2. "বিশ্বসুন্দরীর মঞ্চে যাচ্ছেন জেসিয়া ইসলাম"বাংলা ট্রিবিউন। ৮ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৭ 
  3. BanglaNews24.com। "শেষ হাসি জেসিয়ার, তিনিই 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ'"। বাংলানিউজ২৪.কম। 
  4. "'মিস ওয়ার্ল্ড' বাংলাদেশ থাকছেন না জান্নাতুল নাঈম এভ্রিল"। ৩ অক্টোবর ২০১৭। ১৯ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৭ 
  5. "মিস ওয়ার্ল্ডের ফাইনালে জেসিয়া"দৈনিক প্রথম আলো। ১২ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৭ 
  6. "ঢাকাই সিনেমায় নতুন তিন মুখ"দৈনিক প্রথম আলো। ২০২৩-০৮-১৬। সংগ্রহের তারিখ ২০২৩-১০-১৪ 
  7. প্রতিবেদক, বিনোদন (২০২৩-১০-১১)। "শাকিবের 'দরদ'–এ জেসিয়া 'তৃণা'"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৩-১০-১৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]
পুরস্কার ও স্বীকৃতি
পূর্বসূরী
জান্নাতুল ফেরদৌস পিয়া
মিস বাংলাদেশ
২০১৭
উত্তরসূরী
জান্নাতুল ফেরদৌস ঐশী