ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | জোসেফ জর্জ উইলক[১] | ||
জন্ম | [২] | ২০ আগস্ট ১৯৯৯||
জন্ম স্থান | ওয়ালথাম ফরেস্ট, ইংল্যান্ড | ||
উচ্চতা | ১.৭৯ মিটার (৫ ফুট ১০+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | নিউক্যাসেল ইউনাইটেড | ||
জার্সি নম্বর | ২৮ | ||
যুব পর্যায় | |||
২০০৪–২০১৭ | আর্সেনাল | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৭–২০২১ | আর্সেনাল | ৪০ | (১) |
২০২১ | → নিউক্যাসেল ইউনাইটেড (ধার) | ১৪ | (৮) |
২০২১– | নিউক্যাসেল ইউনাইটেড | ৫২ | (৪) |
জাতীয় দল‡ | |||
২০১৪ | ইংল্যান্ড অনূর্ধ্ব-১৬ | ২ | (১) |
২০১৭–২০১৮ | ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ | ৬ | (০) |
২০১৮–২০১৯ | ইংল্যান্ড অনূর্ধ্ব-২০ | ৭ | (৪) |
২০১৯–২০২০ | ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ | ৪ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৫:৫১, ৯ মার্চ ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫:৫১, ৯ মার্চ ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
জোসেফ জর্জ উইলক (ইংরেজি: Joe Willock; জন্ম: ২০ আগস্ট ১৯৯৯; জো উইলক নামে সুপরিচিত) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসেল ইউনাইটেডের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[৩][৪] তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় অথবা ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৪ সালে, উইলক ইংল্যান্ড অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ইংল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।
জোসেফ জর্জ উইলক ১৯৯৯ সালের ২০শে আগস্ট তারিখে ইংল্যান্ডের ওয়ালথাম ফরেস্টে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
উইলক ইংরেজ ক্লাব আর্সেনালের মাধ্যমে ফুটবল খেলায় পদার্পণ করেছেন, ২০১৭ সালের ২০শে সেপ্টেম্বর তারিখে তিনি ইংরেজ ফুটবল প্রতিযোগিতা ইএফএল কাপে ডংকাস্টার রোভার্সের বিরুদ্ধে প্রথমবারের মতো জ্যেষ্ঠ পেশাদার খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন।[৫]
২০১৮ সালের ১৫ই এপ্রিল তারিখে, তিনি প্রিমিয়ার লিগে নিউক্যাসেল ইউনাইটেডের বিরুদ্ধে অভিষেক করেছিলেন।[৬] একই বছরের ২৯শে নভেম্বর তারিখে তিনি উয়েফা ইউরোপা লিগের এক অ্যাওয়ে ম্যাচে ইউক্রেনীয় ফুটবল ক্লাব ভর্সক্লা পলতাওয়ার বিরুদ্ধে আর্সেনালের হয়ে তার প্রথম গোলটি করেছেন, উক্ত ম্যাচে তার দল ৩–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৭] পরবর্তীতে তিনি ২০১৯ সালের ৫ই জানুয়ারি তারিখে এফএ কাপে ব্ল্যাকপুলের বিরুদ্ধে ৩–০ গোলের ব্যবধানে জয়লাভ করা ম্যাচে প্রথমবারের মতো জোড়া গোল করেছিলেন।[৮]
উইলক ইংল্যান্ড অনূর্ধ্ব-১৬, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯, ইংল্যান্ড অনূর্ধ্ব-২০ এবং ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৫ বছরে ১৯ ম্যাচে অংশগ্রহণ করে ৫টি গোল করেছেন।
উইলকের ক্রিস এবং ম্যাটি নামে দুই ভাই রয়েছে। ২০১৭ সালের মে মাসে, আর্সেনালের এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যকার এক প্রীতি ম্যাচে তারা তিন ভাই-ই একত্রে মাঠে খেলায় অংশগ্রহণ করেছিলেন।[৯] তিনি মন্টসেরাটীয় বংশোদ্ভূত।[১০]