জোধা আকবর | |
---|---|
ধরন | পৌরাণিক নাটক |
নির্মাতা | একতা কাপুর |
উন্নয়নকারী | বালাজী টেলিফিল্মস |
পরিচালক | সন্তরাম বার্মা |
সৃজনশীল পরিচালক | শালু |
মূল দেশ | ভারত |
মূল ভাষা | হিন্দী উর্দু |
মৌসুমের সংখ্যা | ০২ |
পর্বের সংখ্যা | ৫৬৬ |
নির্মাণ | |
চিত্রগ্রাহক | সন্তোষ সূর্যবংশী |
ব্যাপ্তিকাল | ২৪ মিনিট |
নির্মাণ কোম্পানি | বালাজী টেলিফিল্মস |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | জি টিভি |
মূল মুক্তির তারিখ | ১৮ জুন ২০১৩ – ০৭ আগস্ট ২০১৫ |
মুক্তির তারিখ | location জয়পুর করজাত কোলহাপুর |
ওয়েবসাইট |
জোধা আকবর জি টিভিতে প্রচারিত একটি ঐতিহাসিক ধারাবাহিক। এটি ১৮ জুন ২০১৩ থেকে ৭ আগস্ট ২০১৫ পর্যন্ত প্রচারিত হয়। বালাজী টেলিফিল্মসের ব্যানারে ধারাবাহিকটি প্রযোজনা ও পরিচালনা করেছেন একতা কাপুর। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রজত টুকাস ও পরিধি শর্মা।[১][২][৩]
এই কাহিনী মুঘল সম্রাট জালালউদ্দীন মোহাম্মদ আকবর এবং হিন্দুস্থানের মল্লিকা মারিয়াম-উজ-জামানি বেগমের সময়ের সমাজকে নিয়ে রচিত।