জোনাথন ডেমি

জোনাথন ডেমি
Jonathan Demme
২০১৫ সালের মে মাসে ডেমি
জন্ম
রবার্ট জোনাথন ডেমি

(১৯৪৪-০২-২২)২২ ফেব্রুয়ারি ১৯৪৪
মৃত্যু২৬ এপ্রিল ২০১৭(2017-04-26) (বয়স ৭৩)
ম্যানহাটন, নিউ ইয়র্ক
মাতৃশিক্ষায়তনফ্লোরিডা বিশ্ববিদ্যালয়
পেশাচলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার
কর্মজীবন১৯৬৮-২০১৭
দাম্পত্য সঙ্গীজোয়্যান হাওয়ার্ড
ইভলিন পার্সেল
সন্তান

রবার্ট জোনাথন ডেমি (ইংরেজি: Robert Jonathan Demme; জন্ম: ২২ ফেব্রুয়ারি ১৯৪৪ - ২৬ এপ্রিল ২০১৭) হলেন একজন মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার। তিনি মনস্তাত্ত্বিক ভীতিপ্রদ চলচ্চিত্র দ্য সাইলেন্স অব দ্য ল্যাম্বস (১৯৯১) পরিচালনার জন্য সর্বাধিক প্রসিদ্ধ, এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেন। তার পরিচালিত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল হাস্যরসাত্মক নাট্যধর্মী মেলভিন অ্যান্ড হাওয়ার্ড (১৯৮০), যুদ্ধভিত্তিক প্রণয়মূলক নাট্যধর্মী সুইং শিফট (১৯৮৪), মারপিটধর্মী হাস্যরসাত্মক সামথিং ওয়াইল্ড (১৯৯৮৬), হাস্যরসাত্মক ম্যারিড টু দ্য মব (১৯৮৮), কনসার্টধর্মী স্টপ মেকিং সেন্স (১৯৮৪), নাট্যধর্মী ফিলাডেলফিয়া (১৯৯৩), এবং রেচেল গেটিং ম্যারিড (২০০৮)।

নির্মিত চলচ্চিত্রসমূহ

[সম্পাদনা]
  • Caged Heat (১৯৭৪)
  • Crazy Mama (১৯৭৫)
  • Fighting Mad (১৯৭৬)
  • Handle with Care (১৯৭৭)
  • Last Embrace (১৯৭৯)
  • Melvin and Howard (১৯৮০)
  • Who Am I This Time? (১৯৮৩)
  • Swing Shift (১৯৮৪)
  • Stop Making Sense (১৯৮৪)
  • The Perfect Kiss (১৯৮৫)
  • Something Wild (১৯৮৬)
  • Swimming to Cambodia (১৯৮৭)
  • Haiti: Dreams of Democracy (১৯৮৭)
  • Married to the Mob (১৯৮৮)
  • দ্য সাইলেন্স অব দ্য ল্যাম্বস (The Silence of the Lambs - ১৯৯১)
  • Cousin Bobby (১৯৯১)
  • ফিলাডেলফিয়া (Philadelphia - ১৯৯৩)
  • Beloved (১৯৯৮)
  • Storefront Hitchcock (১৯৯৮)
  • The Truth About Charlie (২০০২)
  • The Agronomist (২০০৩)
  • The Manchurian Candidate (২০০৪)
  • Neil Young: Heart of Gold (২০০৬)
  • Man from Plains (২০০৭)
  • New Home Movies From the Lower ৯th Ward (২০০৭)
  • Dancing With Shiva (২০০৮)

বহিঃসংযোগ

[সম্পাদনা]