![]() ২০১৯ সালে নাপোলির হয়ে দি লোরেনৎসো | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ৪ আগস্ট ১৯৯৩ | ||
জন্ম স্থান | কাস্তেনুওভো দি গার্ফানিয়ানা, ইতালি | ||
উচ্চতা | ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | নাপোলি | ||
জার্সি নম্বর | ২২ | ||
যুব পর্যায় | |||
২০০৪–২০০৯ | লুক্কেসে | ||
২০০৯–২০১০ | রেজ্জিনা | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১০–২০১৫ | রেজ্জিনা | ৫৮ | (০) |
২০১২–২০১৩ | → কুনেও (ধার) | ২৭ | (১) |
২০১৫–২০১৭ | মাতেরা | ৫৮ | (৩) |
২০১৭–২০১৯ | এম্পোলি | ৭৩ | (৬) |
২০১৯– | নাপোলি | ১৩২ | (৯) |
জাতীয় দল‡ | |||
২০১৩ | ইতালি অনূর্ধ্ব-২০ | ৩ | (০) |
২০১৩ | ইতালি অনূর্ধ্ব-২১ | ৩ | (০) |
২০১৯– | ইতালি | ২৭ | (৩) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৭:০০, ২৫ এপ্রিল ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৭:০০, ২৫ এপ্রিল ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
জোভান্নি দি লোরেনৎসো (ইতালীয়: Giovanni Di Lorenzo, ইতালীয় উচ্চারণ: [dʒoˈvanni di loˈrɛntso]; জন্ম: ৪ আগস্ট ১৯৯৩) হলেন একজন ইতালীয় পেশাদার ফুটবল খেলোয়াড়।[১] তিনি বর্তমানে ইতালির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সেরিয়ে আ-এর ক্লাব নাপোলি এবং ইতালি জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[২][৩] তিনি মূলত ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় এবং ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।
২০১৩ সালে, লোরেনৎসো ইতালি অনূর্ধ্ব-২০ দলের হয়ে ইতালির বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। মাত্র ১ বছর যাবত ইতালির বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর,[৪] তিনি ২০১৯ সালে ইতালির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইতালির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২৭ ম্যাচে ৩টি গোল করেছেন। তিনি ইতালির হয়ে এপর্যন্ত ১টি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে (২০২০) অংশগ্রহণ করেছেন, যেখানে তিনি রোবের্তো মানচিনির অধীনে শিরোপা জয়লাভ করেছেন।[৫]
জোভান্নি দি লোরেনৎসো ১৯৯৩ সালের ৪ঠা আগস্ট তারিখে ইতালির কাস্তেনুওভো দি গার্ফানিয়ানায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
দি লোরেনৎসো ইতালি অনূর্ধ্ব-২০ এবং ইতালি অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ইতালির প্রতিনিধিত্ব করেছেন। ইতালির বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ১ বছরে ৬ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
ইতালি | ২০১৯ | ২ | ০ |
২০২০ | ৩ | ০ | |
২০২১ | ১৪ | ২ | |
২০২২ | ৬ | ১ | |
২০২৩ | ২ | ০ | |
সর্বমোট | ২৭ | ৩ |