এই নিবন্ধটির রচনা সংশোধনের প্রয়োজন হতে পারে। কারণ ব্যাকরণ, রচনাশৈলী, বানান বা বর্ণনাভঙ্গিগত সমস্যা রয়েছে। (ডিসেম্বর ২০২৩) |
জোয়ার-বাজরা-রাগি বা ইংরেজি পরিভাষায় মিলেট বলতে বাজরা, জোয়ার, রাগি ও অনুরূপ কিছু শস্যদানার সমষ্টিবাচক নাম।[১] প্রাচীনকাল থেকেই সারা বিশ্বে চাষ হয়ে আসছে পুষ্টিগুণসমৃদ্ধ নানা বৈচিত্র্যের এইসব শস্য, যেগুলি প্রথম দিকে পশুখাদ্য বা দরিদ্রদের খাদ্য হিসাবে ব্যবহৃত হত।[২] এই প্রজাতির বেশিরভাগই Paniceae গোত্রের অন্তর্ভুক্ত।
জোয়ার-বাজরা-রাগি এশিয়া ও আফ্রিকার অর্ধ-শুষ্ক আবহাওয়ার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ ফসল। সারা বিশ্বের মোট উৎপাদনের ৯৭ শতাংশ এশিয়ার ভারত এবং আফ্রিকার মালি, নাইজেরিয়া ও নাইজারে উৎপাদিত হয়।[৩] এর মধ্যে কেবল ভারতেই সারা বিশ্বের জোয়ার-বাজরা-রাগির উৎপাদনের ৪১ শতাংশ হয়ে থাকে। ভারতের জোয়ার-বাজরা-রাগি উৎপাদনকারী শীর্ষ স্থানীয় পাঁচটি রাজ্য হল – রাজস্থান, মহারাষ্ট্র, কর্ণাটক, গুজরাট এবং মধ্যপ্রদেশ।[৪] বাজার মূল্য ও পুষ্টিগুণের পাশাপাশি অনুর্বর জমিতে ও অল্প বৃষ্টিপাতেই জোয়ার-বাজরা-রাগির উৎপাদন ভালোই হয়। তাই জোয়ার-বাজরা-রাগিকে অতিবিস্ময়কর খাদ্যশস্য বলা হয়। ।
ক্ষুদ্র দানাশস্যের একটি প্রজাতি হল জোয়ার, যার বার্ষিক উৎপাদন অন্যান্য জাতের দানাশস্যের দ্বিগুণ।[৫][৬] এছাড়াও অন্যান্য ধরনের মিলেট হল ফিঙ্গার মিলেট বা রাগি, বার্নইয়ার্ড ঘাস বা মিলেট হল শ্যামা চাল, ফক্সটেইল মিলেট হল কাউন বা কাওন চাল, বাকহুইট হল কুট্টু লিটল মিলেট হল কুটকি।
জোয়ার-বাজরা-রাগি প্রায় সাত হাজার বছর ধরে খাদ্য হিসাবে গ্রহণ করা হত এবং "বহু-ফসলের কৃষি উন্নয়নে এবং বসতি স্থাপনে কৃষক সম্প্রদায়ের উত্থানে এর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।"[৭]
জোয়ার-বাজরা-রাগি পোয়াসি (Poaceae) পরিবারের অন্তর্গত ছোট-বীজযুক্ত ঘাস। অন্যান্য প্রধান খাদ্যশস্যের তুলনায় বৃষ্টিপাতে যেমন ভালো বৃদ্ধি হয়, অত্যন্ত সহনশীল হওয়ার কারণে শুষ্ক, আধা-শুষ্ক আবহাওয়ায় অনুর্বর মাটিতেও এগুলি ভালো জন্মায়[৮], সার ও কীটনাশকের প্রয়োজন হয় না। মিলেট চাষে মানুষের খাদ্যের পাশাপাশি পশুখাদ্যেরও প্রয়োজন মেটায়।
জোয়ার-বাজরা-রাগি চাষ কার্বন পদচিহ্ন কমাতে সাহায্য করে।[৯]
জোয়ার-বাজরা-রাগির বিভিন্ন প্রজাতিগুলি কিন্ত ঘনিষ্ঠভাবে সম্পর্কিত নয়। সকলেই পোয়াসি (Poaceae) ঘাস পরিবারের সদস্য , তবে তারা বিভিন্ন উপজাতি বা এমনকি উপপরিবারের অন্তর্ভুক্ত হতে পারে।
সাধারণত চাষ করা মিলেটগুলি হল:[৬]
সাবফ্যামিলি ক্লোরিডোয়েডে ইরাগ্রোস্টিডিয়া গোত্র:
Panicoideae উপপরিবারে Paniceae উপজাতি:
Andropogoneae উপজাতি, এছাড়াও Panicoideae উপপরিবারে:
জোয়ার-বাজরা-রাগির বিভিন্ন প্রজাতির চাষবাস প্রাথমিকভাবে বিশ্বের বিভিন্ন অংশে শুরু হয়েছিল, বিশেষ করে পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, পশ্চিম আফ্রিকা এবং পূর্ব আফ্রিকায়। তবে অনুমান করা হয় যে, প্রাগৈতিহাসিক যুগে ধানের চেয়ে তুলনায় বেশি মিলেট চাষই হত,[১৪] বিশেষকরে উত্তর চীনে ও কোরিয়ায়। ভারতের হরপ্পা সভ্যতার যুগে[২], চীনের নবপ্রস্তরযুগে বা কোরিয়ার মুমুন মৃৎশিল্পের আমলে যে সব শস্য চাষ করা হত তার অন্যতম ছিল মিলেট।
মিলেট উৎপাদনকারী শীর্ষ দেশসমূহ | |
---|---|
২০২১ খ্রিস্টাব্দের স্থিতি | |
মিলিয়ন টন সংখ্যা | |
১) ভারত | ১৩.২ (৪৩.৮৫%) |
২) চীন | ২.৭ (৮.৯৭%) |
৩) নাইজার | ২.১ (৬.৯৮%) |
৪) নাইজেরিয়া | ১.৯ (৬.৩১%) |
৫) সুদান | ১.৫ (৪.৯৮%) |
৬) মালি | ১.৫ (৪.৯৮%) |
৭) সেনেগাল | ১ (৩.৩২%) |
৮) ইথিওপিয়া | ১ (৩.৩২%) |
৯) বুর্কিনা ফাসো | ০.৭ (২.৩৩%) |
১০) চাদ | ০.৬ (১.৯৯%) |
| |
বিশ্ব মোট | ৩০.১ |
সূত্র: ফাওস্ট্যাট[১৬] |
২০২১ খ্রিস্টাব্দে, সারা বিশ্বে মিলেটের উৎপাদন হয়েছিল ৩০.১ মিলিয়ন মেট্রিক টন (এমএমটি)। ভারতে উৎপাদন হয়েছিল ১৩.২ এম এমটি যা সারা বিশ্বের ৪৪ শতাংশ। (সারণী)[১৬]
নিচের সারণীটিতে প্রধান প্রধান খাদ্যশস্যের তুলনায় মিলেটের পুষ্টি উপাদান রান্নার করার বা প্রক্রিয়াজাত করার পূর্ব-পরিস্থিতি অনুসারে প্রদর্শিত হল। ভোজ্য হিসাবে গ্রহণ করতে রান্না করা হলে বা প্রক্রিয়াজাত করা হলে প্রতিটি শস্যের আপেক্ষিক পুষ্টি এবং পুষ্টিকর উপাদানগুলির সারণীতে প্রদর্শিত মান হতে উল্লেখযোগ্যভাবে আলাদা হতে পারে।[তথ্যসূত্র প্রয়োজন]</link>[ তথ্যসূত্র প্রয়োজন ]
Component (per 100 g portion, raw grain) |
Cassava[ক] | Wheat[খ] | Rice[গ] | Maize[ঘ] | Sorghum millet[ঙ] |
Proso millet[চ] |
Kodo millet[১৮] |
---|---|---|---|---|---|---|---|
water (g) | 60 | 13.1 | 12 | 76 | 9.2 | 8.7 | |
energy (kJ) | 667 | 1368 | 1527 | 360 | 1418 | 1582 | 1462 |
protein (g) | 1.4 | 12.6 | 7 | 3 | 11.3 | 11 | 9.94 |
fat (g) | 0.3 | 1.5 | 1 | 1 | 3.3 | 4.2 | 3.03 |
carbohydrates (g) | 38 | 71.2 | 79 | 19 | 75 | 73 | 63.82 |
fiber (g) | 1.8 | 1.2 | 1 | 3 | 6.3 | 8.5 | 8.2 |
sugars (g) | 1.7 | 0.4 | >0.1 | 3 | 1.9 | ||
iron (mg) | 0.27 | 3.2 | 0.8 | 0.5 | 4.4 | 3 | 3.17 |
manganese (mg) | 0.4 | 3.9 | 1.1 | 0.2 | <0.1 | 1.6 | |
calcium (mg) | 16 | 29 | 28 | 2 | 28 | 8 | 32.33 |
magnesium (mg) | 21 | 126 | 25 | 37 | <120 | 114 | |
phosphorus (mg) | 27 | 288 | 115 | 89 | 287 | 285 | 300 |
potassium (mg) | 271 | 363 | 115 | 270 | 350 | 195 | |
zinc (mg) | 0.3 | 2.6 | 1.1 | 0.5 | <1 | 1.7 | 32.7 |
pantothenic acid (mg) | 0.1 | 0.9 | 1.0 | 0.7 | <0.9 | 0.8 | |
vitB6 (mg) | 0.1 | 0.3 | 0.2 | 0.1 | <0.3 | 0.4 | |
folate (µg) | 27 | 38 | 8 | 42 | <25 | 85 | |
thiamin (mg) | 0.1 | 0.38 | 0.1 | 0.2 | 0.2 | 0.4 | 0.15 |
riboflavin (mg) | <0.1 | 0.1 | >0.1 | 0.1 | 0.1 | 0.3 | 2.0 |
niacin (mg) | 0.9 | 5.5 | 1.6 | 1.8 | 2.9 | 0.09 |
ফসল/পুষ্টি | প্রোটিন (ছ) | তন্তু (ছ) | খনিজ পদার্থ (ছ) | লোহা (মিগ্রা) | ক্যালসিয়াম (মিগ্রা) |
---|---|---|---|---|---|
দেবধান্য (সরগাম) | ১০ | ৪ | ১.৬ | ২.৬ | ৫৪ |
বাজরা (পার্ল মিলেট) | ১০.৬ | ১.৩ | ২.৩ | ১৬.৯ | ৩৮ |
ফিঙ্গার মিলেট | ৭.৩ | ৩.৬ | ২.৭ | ৩.৯ | ৩৪৪ |
ফক্সটেইল মিলেট | ১২.৩ | ৮ | ৩.৩ | ২.৮ | ৩১ |
প্রোসো মিলেট | ১২.৫ | ২.২ | ১.৯ | ০.৮ | ১৪ |
কোডো মিলেট | ৮.৩ | ৯ | ২.৬ | ০.৫ | ২৭ |
লিটিল মিলেট | ৭.৭ | ৭.৬ | ১.৫ | ৯.৩ | ১৭ |
বার্নিয়ার্ড মিলেট | ১১.২ | ১০.১ | ৪.৪ | ১৫.২ | ১১ |
ব্রাউন-টপ মিলেট | ১১.৫ | ১২.৫ | ৪.২ | ০.৬৫ | ০.০১ |
কিনোয়া | ১৪.১ | ৭ | * | ৪.৬ | ৪৭ |
টেফ | ১৩ | ৮ | ০.৮৫ | ৭.৬ | ১৮০ |
ফোনিও | ১১ | ১১.৩ | ৫.৩১ | ৮৪.৮ | ১৮ |
ভাত | ৬.৮ | ০.২ | ০.৬ | ০.৭ | ১০ |
গম | ১১.৮ | ১.২ | ১.৫ | ৫.৩ | ৪১ |
|1=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য); |শিরোনাম=
অনুপস্থিত বা খালি (সাহায্য)
<ref>
ট্যাগ বৈধ নয়; apeda2
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
উদ্ধৃতি ত্রুটি: "lower-alpha" নামক গ্রুপের জন্য <ref>
ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="lower-alpha"/>
ট্যাগ পাওয়া যায়নি