জোসায়া উইলার্ড গিবস | |
---|---|
জন্ম | |
মৃত্যু | এপ্রিল ২৮, ১৯০৩ | (বয়স ৬৪)
মাতৃশিক্ষায়তন | ইয়েল বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | পরিসংখ্যানিক বলবিজ্ঞান পরিসংখ্যানিক সমষ্টি গিবস এনট্রপি দশা স্থান গিবস মুক্ত শক্তি দশা নিয়ম গিবস কূটাভাস সদিক কলনবিদ্যা সদিক গুণফল গিবস ঘটনা গিবস–হেল্মহোলৎস সমীকরণ গিবস–ডাহেম সমীকরণ গিবস কলনবিধি গিবস পরিমাপ গিবস অবস্থা গিবস–টমসন ক্রিয়া গিবস সমতাপরেখা গিবস–ডোনান ক্রিয়া গিবস–মারাঙ্গোনি ক্রিয়া গিবস প্রতিজ্ঞা গিবসের অসমতা |
পুরস্কার | রামফোর্ড প্রাইজ (১৮৮০), কপলি পদক (১৯০১) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত |
প্রতিষ্ঠানসমূহ | ইয়েল বিশ্ববিদ্যালয় |
ডক্টরাল উপদেষ্টা | হাবার্ট অ্যানসন নিউটন |
ডক্টরেট শিক্ষার্থী | এডউইন বিডওয়েল উইলসন, আর্ভিং ফিশার, হেনরি অ্যান্ড্রুজ বামস্টিড, লিন্ড হুইলার, লি ডি ফরেস্ট |
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেন | রুডলফ ক্লাউজিউস, হের্মান গ্রাসমান, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, লুডভিগ বোলৎসমান |
স্বাক্ষর | |
জোসায়া উইলার্ড গিবস (ইংরেজি: Josiah Willard Gibbs) একজন মার্কিন বিজ্ঞানী যিনি পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে তাত্ত্বিক অবদান রেখেছেন। গিবস মার্কিন যুক্তরাষ্ট্রের প্রকৌশলে প্রথম ডক্টরেট ডিগ্রির অধিকারী। তিনি ১৮৭১ থেকে তার মৃত্যু পর্যন্ত ইয়েল বিশ্ববিদ্যালয়ের গাণিতিক পদার্থবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। গাণিতিক পদার্থবিজ্ঞানে তার অবদানের জন্য তিনি ১৯০১ সালে রয়েল সোসাইটি থেকে কপলি পদক লাভ করেন।
গিবস ১৮৩৯ সালের ১১ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ১৮৫৪ সালে ইয়েল কলেজে ভর্তি হন এবং ১৮৫৮ সালে স্নাতক হন। তিনি ১৮৬৩ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন।