জোসুয়া লেডারবার্গ | |
---|---|
![]() দিল্লিতে জোসুয়া লেডারবার্গ | |
জন্ম | |
মৃত্যু | ২ ফেব্রুয়ারি ২০০৮ | (বয়স ৮২)
মৃত্যুর কারণ | নিউমোনিয়া |
জাতীয়তা | মার্কিন |
মাতৃশিক্ষায়তন | Stuyvesant High School কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ইয়েল বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | Neurospora crassa Bacterial conjugation Dendral Astrobiology Transduction |
পুরস্কার | চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৫৯) ন্যাশনাল মেডেল অব সায়েন্স (১৯৮৯) প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রীডম (২০০৬) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | অণুজীববিদ |
জোসুয়া লেডারবার্গ ForMemRS[১] (২৩ মে ১৯২৫ – ২ ফেব্রুয়ারি ২০০৮)[২] একজন মার্কিন অণুজীববিদ। তিনি ১৯৫৮ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেন। [৩]
লেডারবার্গ নিউ জার্সির এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কলাম্বিয়ার কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্সে পড়াশোনা করেন।
নোবেল পুরস্কার পাওয়ার পর তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এ যান এবং জেনেটিক্স বিভাগ প্রতিষ্ঠা করেন। ১৯৭৮ সালে তিনি রকফেলার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট হন।