জোসেফ গ্রিনবার্গ | |
---|---|
জন্ম | ২৮শে মে, ১৯১৫ |
মৃত্যু | ৭ই মে, ২০০১ |
জাতীয়তা | মার্কিনী |
পরিচিতির কারণ | ভাষাবৈজ্ঞানিক শ্রেণীকরণবিদ্যা এবং ভাষাদের মধ্যকার বংশগত সম্পর্ক প্রতিষ্ঠা |
পুরস্কার | আফ্রিকান গবেষণার জন্য হাইলে সেলাসি ১ পুরস্কার (১৯৬৭), সমাজবিজ্ঞানের জন্য ট্যালকট পার্সনস পুরস্কার (১৯৯৭) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | ভাষাবিজ্ঞান, আফ্রিকান নৃবিজ্ঞান |
প্রতিষ্ঠানসমূহ | কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় বিজ্ঞান অ্যাকাডেমি, মার্কিন দার্শনিক সমিতি, মার্কিন শিল্পকলা ও বিজ্ঞান অ্যাকাডেমি, মার্কিন ভাষাবৈজ্ঞানিক সমিতি |
জোসেফ হ্যারল্ড গ্রিনবার্গ (ইংরেজি: Joseph Harold Greenberg) (২৮শে মে, ১৯১৫ - ৭ই মে, ২০০১)[১] একজন প্রভাবশালী ও বিতর্কিত মার্কিন ভাষাবিজ্ঞানী ও আফ্রিকান নৃতত্ত্ববিদ। তিনি ভাষাবৈজ্ঞানিক শ্রেণীকরণবিদ্যার উপর কাজের জন্য স্মরণীয় হয়ে আছেন। [২]
গ্রিনবার্গ নিউ ইয়র্ক শহরের ব্রুকলিনে জন্মগ্রহণ করেন। তিনি বহুদিন যাবৎ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছিলেন। [৩]