জোহানেস বোডাইউস ভ্যান স্ট্যাপেল | |
---|---|
![]() থিওফ্রাস্টাসের হিস্টোরিয়া প্লান্টারাম বইটির ভ্যান স্ট্যাপেল কৃত সংস্করণের প্রথম পৃষ্ঠার চিত্র (আমস্টারডাম, ১৬৪৪ খ্রি.)। | |
জন্ম | ১৬০২ |
মৃত্যু | ১৬৩৬ (বয়স ৩৩–৩৪) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | ঔষধ, উদ্ভিদবিজ্ঞান |
জোহানেস বোডাইউস ভ্যান স্ট্যাপেল (ল্যাটিন ভাষা: আইওনেস বোডায়েস এ স্ট্যাপেল, ইতালীয় ভাষা: জিওভান্নি বোডেও দা স্ট্যাপেল, বা, জিওভান্নি বোডেও দা স্ট্যাপেলিও, ফরাসি ভাষা: জিন/জোহানেস বোডাইউস দে স্ট্যাপেল, বা ইন স্ট্যাপেল) হলেন একজন ডাচ উদ্ভিদবিদ এবং ডাক্তার। তিনি ডাচ প্রজাতন্ত্রের আমস্টারডামে ১৬০২ সালে জন্মগ্রহণ করেন এবং ১৬৩৬ সালে একই শহরে মারা যান।
জোহানেস বোডাইউস ভ্যান স্ট্যাপেল ১৭দশ শতকের গোড়ার দিকে আমস্টারডামে জন্মগ্রহণ করেন। তার পিতা চিকিৎসক এঙ্গেলবার্তো স্ট্যাপেল তাকে লেইডেনে অধ্যয়নের জন্য পাঠান যেখানে তার উদ্ভিদবিদ্যার প্রতি আগ্রহ জন্মে ছিলো। লেইডেনে তার চিকিৎসা বিষয়ক অধ্যয়নের সময় তিনি অ্যাডলফাস ভর্স্টিয়াস (১৫৯৭-১৬৬৩) কর্তৃক উদ্ভিদবিদ্যা বিষয়ক প্রশিক্ষণ লাভ করেন।